আবারও ভয়াবহ ধস নামলো সিকিমে, বন্ধ হয়ে গেলো অনেক রাস্তা
নিজস্ব সংবাদদাতা : নমকখোলায় প্রবল বর্ষণ এবং ধ্বসের কারণে বন্ধ হয়ে গেলো সিকিমের সিংটম থেকে মঙ্গনের রাস্তা। যার জেরে এদিন প্রচুর পর্যটক আটকেও পড়েন লাচেন ও লাচুং- এ। প্রচুর পর্যটক এদিন সকালে যাওয়ার চেষ্টা করলেও হতাশ হয়ে পড়ে। আবার তারা ফিরে আসেন। এদিকে সিকিম সরকারের তরফ থেকে জানানো হয়েছে নামতে গিয়ে যদি রাস্তায় আটকে যান একটা বড় সমস্যা তৈরি হতে পারে। তাই যারা আপাতত সিকিমে আছেন, এখন সিকিমেই থাকুন। সিকিম ঢোকার রাস্তা আপাতত বন্ধ রাখা হয়েছে। কিছুদিন লাগবে সারাতে, জানিয়েছেন পর্যটকেরাও। আবার কয়েক দিন ধরে একেবারেই বিপরীত আবহাওয়া সিকিমে, তাপমাত্রা নেমে গেছে অনেকটা, এবং কিছু কিছু জায়গায় ধ্বস নামার কারণে সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে পরিষেবা। সিকিম এবং দার্জিলিং এর মধ্যে যোগাযোগ ব্যবস্থাও প্রায় বিচ্ছিন্ন। গোটা সিকিম জুড়ে এখনও ধস সরানোর কাজ চলছে জোরকদমে।
