সনিয়া গান্ধী নেতৃত্ব দেবেন মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিতর্কে, মহুয়া মৈত্র বলবেন তৃণমূলের পক্ষ থেকে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : বিরোধীদের আগেই অনুমান ছিল যে সংসদের বিশেষ অধিবেশনে বড় কোনও চমক লুকিয়ে রেখেছে কেন্দ্রীয় সরকার। নতুন সংসদ ভবনে গিয়েই সেই চমক কী জানা গেল। মঙ্গলবার সংসদের বিশেষ অধিবেশনে লোকসভায় পেশ করা হল মহিলা সংরক্ষণ বিল। এই বিলে বলা হয়েছে, দেশের সংসদীয় ব্যবস্থায় মহিলাদের প্রতিনিধিত্ব বাড়াতে সংসদ ও প্রতিটি রাজ্যের বিধানসভায় মহিলাদের ৩৩ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। আজ, বুধবার অধিবেশনের তৃতীয় দিনে এই বিল নিয়ে বিতর্ক-আলোচনা হওয়ার কথা। কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, দলের তরফে বিতর্কে যোগ দেবেন জননেত্রী সনিয়া গান্ধী । তৃণমূল কংগ্রেসের তরফে মহুয়া মৈত্র ও অপর এক সাংসদ বক্তব্য রাখতে পারেন। বিরোধী শিবির এই বিলের বিশেষ বিরোধিতা করবে না বলেই সূত্রের খবর।

তবে ওবিসি শ্রেণির জন্যও সংরক্ষণের দাবি জানাতে পারে আরজেডি, সমাজবাদী পার্টির মতো কয়েকটি দল। কংগ্রেসও এই আলোচনায় সামিল হবে। দলের তরফে জানানো হয়েছে, নারী শক্তি বন্ধন অধিনিয়ম বা মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিতর্কে নেতৃত্ব দেবেন দলের চেয়ারপার্সন সনিয়া গান্ধী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *