আর বেশি দেরি নেই , পুজোর আগে আরো সাজিয়ে তোলা হচ্ছে টয় ট্রেনকে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : পুজো আসতে আর বেশি দেরি নেই, আর এক সপ্তাহ বা তার বেশ কিছুদিনের মধ্যে পর্যটকেরা চলে আসবেন পাহাড়ে। আর পর্যটকের আগমন মানেই টয় ট্রেন। শুধু দক্ষিণবঙ্গ বলে নয়, গোটা ভারত এবং ভারতের বাইরে থেকে যেসব পর্যটকেরা আসেন প্রত্যেকে এসেই জিজ্ঞাসা করেন টয় ট্রেন চলছে তো? টিকিট পাওয়া যাবে ? আজকে পাওয়া যাবে? জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যাওয়া টয়ট্রেন কে নিয়ে নতুন করে ভাবছেন দার্জিলিং রেলওয়ে কর্তৃপক্ষ। পুজোর আগে আরও সাজিয়ে তোলা, এবং পর্যটকদের আকর্ষণ বাড়িয়ে তোলার জন্য টয় ট্রেনকে আরো নতুনভাবে সুসজ্জিত করা হচ্ছে। যাতে করে পর্যটকেরা এসে ভুলে যান অন্য কিছু। ় ট্রেনের মধ্যেই পাওয়া যাবে চা এবং কফি , পাওয়া যাবে টিপস এবং অন্যান্য কিছু। জল থাকবে বাজবে মিউজিক সিস্টেম। স্টেশনগুলোকেও সাজিয়ে তোলার ব্যবস্থা করছে কর্তৃপক্ষ। প্রতি স্টেশনে থাকবে যাত্রীদের জন্য বিশ্রামের ব্যবস্থা। থাকবে চাওমিন এবং অন্যান্য খাবার । মূলত , পুজোর সময় পর্যটকদের আকর্ষণে কেন্দ্রবিন্দু হয়ে থাকে এই টয় ট্রেন। কাজেই খামতি রাখতে চান না দার্জিলিং রেলওয়ে কর্তৃপক্ষ। আবহাওয়া কেমন থাকবে? এটাই হয়তো একমাত্র চিন্তা , তবে জানা গেছে পুজোতে পাহাড় সূর্যের আলোয় আলোকিত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *