শহর শিলিগুড়িতে টোটো চালকদের বিরুদ্ধে চরম ক্ষোভ উগরে দিলেন অটোচালকেরা
শিলিগুড়ি : শিলিগুড়ির ফুলবাড়িতে টোটো চালকদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন অটোচালকেরা। এদিন ফুল বাড়িতে এক বিশাল বিক্ষোভ মিছিল করেন অটোচালকেরা। তারা জানান শিলিগুড়িতে টোটো চালকদের জন্য তারা একেবারেই বসে যাচ্ছেন। নির্দিষ্ট ভাবে রুট তৈরি করা আছে অথচ টোটো চালকদের তা একেবারে মাথায় থাকে না। টোটো চালকদের সুবিধা আছে তারা শিলিগুড়ি শহরের ৪৭ টি ওয়ার্ডের বিশেষ করে পাড়ায় পাড়ায় অবাধে ঘুরতে পারে। যে স্বাধীনতা অটোচালকদের নেই , শুধুমাত্র দূর পথে যাত্রা করলে এবং কোন নির্দিষ্ট এলাকায় যাওয়া ছাড়া অটোচালকদের পাড়ার মধ্যে তো অটো চালানোর কোন স্বাধীনতা থাকে না। সেটা তারা মেনে নিয়েই অটো চালাচ্ছিলেন, অথচ বড় বড় রাস্তায় অটোচালকদের নির্দিষ্ট রুটে চলে আসছেন টোটো চালকেরা।

এদিকে নির্দিষ্ট জায়গায় তারা দাঁড়িয়ে থাকেন এবং একপ্রকার ছিনিয়ে যাত্রীদের নিয়ে চলে যান তারা। দিনের পর দিন এই ঘটনা ঘটে যাচ্ছে অথচ সেভাবে কোন দায়িত্ব নিচ্ছেন না প্রশাসন। শহর শিলিগুড়িতে এদিন এক বিশাল মিছিল করেন অটোচালকেরা, অবিলম্বে বেশ কিছু ট্রাফিক পুলিশ কর্তাদের পদত্যাগ দাবি করেন তারা। আর ফুলবাড়ীতে অটোস্ট্যান্ডেও এক বিশাল মিছিল করলেন তারা। তারা জানিয়েছেন এরপরও যদি তাদের দাবি না মানা হয় , তবে তারা গোটা শহর শিলিগুড়ি কে অচল করে দেবেন।