সেক্টর ফাইভ থেকে প্রতারণার দায়ে মুম্বই পুলিশের জালে ধরা পড়লো চলচ্চিত্র প্রযোজক
বেস্ট কলকাতা নিউজ : সল্টলেক সেক্টর ফাইভ থেকে চলচ্চিত্র প্রযোজক শ্যামসুন্দর দে-কে গ্রেফতার করল মুম্বই পুলিশ। শনিবার গ্রেফতারের পর তাঁকে বিধাননগর মহকুমা আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ডে নেয় পুলিশ। তারপর তাঁকে মুম্বই নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, চলচ্চিত্র সংক্রান্ত বিষয়ে এক অভিনেত্রীর স্বামীর সঙ্গে ওই প্রযোজকের প্রায় ১ কোটি ৬৮ লক্ষ টাকার বাণিজ্যিক চুক্তি হয়েছিল। অভিযোগ, চুক্তি অনুযায়ী কাজ হয়নি। টাকাও ফেরত পাননি ওই অভিনেত্রীর স্বামী। তারপরই প্রযোজকের বিরুদ্ধে মুম্বইয়ের বাঙ্গুর নগর লিঙ্ক রোড থানায় অভিযোগ দায়ের হয়েছিল। তার ভিত্তিতে তদন্তে নামে মুম্বই পুলিশ। প্রযোজকের আইনজীবী অভিষেক মুখোপাধ্যায় বলেন, চার দিনের ট্রানজিট রিমান্ডে তাঁর মক্কেলকে মুম্বই নিয়ে যাওয়া হয়েছে।
