অবশেষে শিক্ষা অপারেশন সিঁদুর থেকে , ড্রোন-প্রশিক্ষণ বাধ্যতামূলক করল বিএসএফ

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : জওয়ান এবং আধিকারিকদের জন্য ড্রোন সংক্রান্ত প্রশিক্ষণ বাধ্যতামূলক করল বিএসএফ ৷ তার ফলে এখন থেকে বাহিনীর ২ লাখ ৭০ হাজার সদস্যকেই ড্রোন চালানোর প্রশিক্ষণ নিতে হবে ৷ পাশাপাশি শত্রুদের দিক থেকে আসা ড্রোন কীভাবে প্রতিহত করতে হবে সেটাও শিখতে হবে তাঁদের ৷অপারেশন সিঁদুরের পর বাহিনীর কর্তাদের মনে হয়েছে আধুনিক পৃথিবীতে সামরিক সংঘাতের গতি-প্রকৃতি যেখানে এসে দাঁড়িয়েছে তাতে বিএসএফের জওয়ান থেকে শুরু করে সকলেরই ড্রোন সম্পর্কে বিস্তারিত জ্ঞান থাকা আবশ্যক ৷ আর তাই মধ্যপ্রদেশে বাহিনীর যে প্রশিক্ষণ কেন্দ্র আছে সেখানে ড্রোন সংক্রান্ত কৌশল শেখাতে একটি বিশেষ কেন্দ্র তৈরি করা হয়েছে ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নিয়ন্ত্রণে থাকা বিভিন্ন আধা সামরিক বাহিনীর মধ্যে একমাত্র বিএসএফেরই নিজস্ব প্রশিক্ষণ কেন্দ্র আছে ৷

ওই কেন্দ্রের অধিকর্তা শামসের সিংয়ের সঙ্গে কথা বলেছে সংবাদসংস্থা পিটিআই ৷ তিনি বলেন, “প্রশিক্ষণ দেওয়ার ব্যাপারে আমরা কয়েকটি পরিবর্তন করেছি ৷ আর তার ফলে এখন থেকে সকলকে ড্রোন প্রযুক্তি পড়তে হবে ৷ একই সঙ্গে বিএসএফের কাজের যে ধরন বা স্ট্যান্ডার্ড অপারেশনাল প্রসিডিউর (এসওপি) আছে তাতেও খানিকটা পরিবর্তন আনা হয়েছে ৷ বাহিনীর সকলে যাতে শত্রুর দিক থেকে আসা ড্রোনের মোকিবলা করতে পারে তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য ৷ নতুন এই প্রশিক্ষণ নেওয়া থাকলে জওয়ান থেকে শুরু করে আধিকারিকদের সুবিধে হবে ৷ “

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *