শিলিগুড়িতে পূজোর আলোকসজ্জা দেখবার মতন, এবারও তার ব্যাতিক্রম হবে না এমনটাই মনে করছেন শহরের বাসিন্দারা
শিলিগুড়ি : শিলিগুড়িতে পূজোর আলোকসজ্জা দেখবার মতন এমনটাই বলেন সকলে, আর এবারও তার ব্যাতিক্রম হবে না বলে মনে করছেন সবাই। বৃষ্টি যদিও অনেকটা বাধার সৃষ্টি করছে। তবুও রোদ উঠলে পূজোর আবহাওয়া যেন অনেকটাই ঝলমলিয়ে ওঠে। যেমন jts ক্লাব আলোকসজ্জার জন্য বিখ্যাত, তাদের আলাদা করে কিছু ভাবতে হয় না, তাদের সদস্যরা জানান আমাদের লাইটিং সারা বাংলার মানুষের কাছে অন্যতম আকর্ষণীয় এবং দেখবার মতন। আর সেটাই ঠিকমতো হচ্ছিলো না। তবে আশা করছি এবারে কাজ দারুন হবে। এটাই চান শিলিগুড়ির সব মানুষই, তবে বাকিটা ভগবানের ইচ্ছে।
