বাংলায় শিল্প গড়ার ঘোষণা সুদূর স্পেন থেকে, অবশেষে সৌরভের জবাব নিন্দুকদের সমালোচনার

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : শালবনিতে ইস্পাত কারখানায় বিনিয়োগের ঘোষণা করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। স্পেন থেকে সেই ঘোষণা করেছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক তথা বাঙালি আইকন। সেই ঘোষণাকে কেন্দ্র করে নানা চর্চা চলেছিল। বাংলায় শিল্প গড়ার ঘোষণা কেন মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী হয়ে স্পেন থেকে করতে হল তা নিয়ে প্রশ্ন তোলা হয়। সন্দিহান বহু কথা শোনা গিয়েছিল রাজ্যের বিরোধী দলের নেতৃত্বের মুখেও। বৃহস্পতিবার সেইসব সমালোচনারই জবাব দিলেন বাংলার মহারাজ।

কী বলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়? কলকাতায় একটি অনুষ্ঠান শেষে এ দিন ‘প্রিন্স অফ ক্যালকাটা’ বলেছেন, ‘আমি কোনও বিধায়ক, সাংসদ নই। মন্ত্রী বা কাউন্সিলরও নই। কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই। আমি এক জন স্বাধীন ব্যক্তি। আমি পাবলিক পার্সন। যেখানে ইচ্ছা হবে সেখানে যাব। অনেকেই অনেক জায়গায় যায়। আমার কাছে কলকাতা, দিল্লি, স্পেন সব এক। আমার কোনও রাজনৈতিক লক্ষ্য নেই। আমি কারও কাছে উত্তর দিতে বাধ্য নই।’

‘এখানেই এত লাফালাফি’ ?‘গোটা পৃথিবী থেকে আমন্ত্রণ পাই আমি। অনুষ্ঠানটি যদি দিল্লিতে হত, তাহলে দিল্লি থেকে ঘোষণা করতাম। কলকাতায় হলে কলকাতা থেকে হতো। কোনও তফাত নেই। অনেকেই যান। এখানেই এত লাফালাফি, কথা হয়। আমরা জঙ্গলে থাকি না। সমাজে থাকি। মানুষের সঙ্গে দেখা, কথা সবই হয়। তার মধ্যে কোনও বিশেষ অর্থ নেই। যাঁরা এর মধ্যে বিতর্ক টানছেন, এসব করবেন না। মানুষের কাছে আমাদের একটা ভাবমূর্তি রয়েছে, সেটা নষ্ট করবেন না। যত ক্ষণ পর্যন্ত না আমার সিদ্ধান্তে কারও ক্ষতি হচ্ছে, যেখানে ইচ্ছে হবে, যাব। যা ভাল মনে হবে, করব।’

কবে হবে ওই কারখানা? সৌরভ বলেছেন, ‘আগামী ১৬ থেকে ২০ মাসের মধ্যে নতুন ইস্পাত কারখানাটি হবে।’

সৌরভের পরামর্শ- ‘ওই কারখানা চালু হলে বাংলার অনেকে কাজ পাবে। প্রতি বছর প্রচুর পড়ুয়া পাস করছেন। আমি সকলকে বলব সেখানে কাজ পাওয়ার চেষ্টা করতে।’

সম্প্রতি বাংলায় বিনিয়োগ আকর্ষণে স্পেনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত ১৩ সেপ্টেম্বর লন্ডন থেকে স্পেন গিয়েছিলেন সৌরভও। ১৫ সেপ্টেম্বর যোগ দেন মুখ্যমন্ত্রীর শিল্প বৈঠকে। সেখানেই সৌরভ ঘোষণা করেছিলেন যে, আগামী ৫ থেকে ৬ মাসের মধ্যে মেদিনীপুরের শালবনিতে তাঁর দ্বিতীয় ইস্পাত কারখানা তৈরি হবে। নতুন কারখানা গড়তে তাঁকে মুখ্যমন্ত্রীর সাহায্যেও প্রশংসা করেছিলেন বিসিসিআই’য়ের প্রাক্তন সভাপতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *