লাদাখে পৃথক রাজ্যের দাবিতে এক তুমুল রক্তক্ষয়ী বিক্ষোভ, মৃত্যু হল চার জনের
লাদাখ: পৃথক রাজ্যের দাবিকে ঘিরে সহিংস বিক্ষোভে ইতিমধ্যেই ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে লাদাখে। এমনকি এ ঘটনায় ৪ জন নিহত ও প্রায় ৯০ জন আহত হয়েছেন। এদিকে সরকারের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে, জলবায়ু কর্মী সোনম ওয়াংচুক তাঁর অনশন কর্মসূচির মাধ্যমে লাদাখের পরিস্থিতিকে উসকে দিয়েছেন। অন্যদিকে, কংগ্রেসের এক কাউন্সিলরের বিরুদ্ধেও প্ররোচনা দেওয়ার অভিযোগে মামলা দায়ের হয় । এদিকে এই রক্তক্ষয়ী সংঘর্ষ স্পষ্ট করছে—রাজনৈতিক সুরক্ষা ও সাংবিধানিক স্বীকৃতির দাবিতে লাদাখবাসীর ক্ষোভ দিন দিন বেড়েই চলেছে বলেই।
