উত্তরবঙ্গে চরম বিপর্যয়, অনির্দিষ্টকালের জন্য বন্ধ হল জলদাপাড়া জাতীয় উদ্যান

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : একটানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ ৷ দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের একাধিক এলাকা চলে গিয়েছে জলের তলায় ৷ ফুঁসছে তিস্তা থেকে শুরু করে জলঢাকা-সহ একাধিক নদী ৷ এই আবহে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল জলদাপাড়া জাতীয় উদ্যান ৷ আপাতত পর্যটকদের প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ ৷ভারী বৃষ্টিতে ডুয়ার্স, জলপাইগুড়ি এবং দার্জিলিংয়ের একাধিক এলাকায় ধসে নেমে রাস্তার ক্ষতি হয়েছে ৷ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে যোগাযোগ ৷ বন্যা পরিস্থিতির কারণে জাতীয় উদ্যানের একাধিক রাস্তা ও সেতুরও প্রবল ক্ষতি হয়েছে ৷ এই আবহে পর্যটক ও বনকর্মীদের সুরক্ষার কথা মাথায় রেখে জাতীয় উদ্যানটি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানাল কর্তৃপক্ষ ৷

পুজোর মরশুমে পাহাড়ে পর্যটকদের ভিড় ৷ জলদাপাড়া জাতীয় উদ্যানেও ভিড় জমান তাঁরা ৷ রবিবার বহু পর্যটক জাতীয় উদ্যানে আটকে পড়েন । তাঁদের কুনকি হাতির সাহায্যে নদী পথে উদ্ধার করা হয় । পাশাপাশি, জাতীয় উদ্যান থেকে প্রচুর বন্যপ্রাণী জলে ভেসে গিয়েছে । প্রাণের দায়ে লোকালয়ে আশ্রয় নিয়েছে তারা । তাদের উদ্ধার করে ফিরিয়ে আনাটাও এই মুহূর্তে একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বন বিভাগ কর্মীদের কাছে । এই আবহে কোনওভাবেই পর্যটক ও বনকর্মীদের বিপদের মুখে ফেলতে চাইছে না জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ ৷ আর সেকারণেই পর্যটকদের জাতীয় উদ্যানে প্রবেশের অনুমতি বন্ধ করে দিলেন তাঁরা ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *