মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিপর্যস্ত উত্তরবঙ্গের দুর্গত মানুষদের পাশে দাঁড়ালেন মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস
নিজস্ব সংবাদদাতা : মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অতি বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গের ধুপগুড়ি বিধানসভার গড়িয়ালতারি ও গধেয়ারকুঠি অঞ্চলে দুর্গত মানুষদের পাশে দাঁড়ালেন মাননীয় মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস। দুর্গত মানুষদের সঙ্গে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মন্ত্রীর মোবাইলে স্পিকার ফোনে কথা বলেন ও সর্বত ভাবে তাদের পাশে থাকার আশ্বাস দেন। একই সঙ্গে সরকারের পক্ষ থেকে দুর্গত মানুষদের থাকা-খাওয়া, জামা -কাপড়, বাচ্চাদের দুধ ও ওষুধের যে ব্যবস্থা করা হয়েছে তাও খতিয়ে দেখেন মাননীয় মন্ত্রী। এদিন মাননীয় মন্ত্রীর সঙ্গে ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, স্থানীয় বিধায়ক নির্মল চন্দ্র রায় ও শিলিগুড়ি ডেপুটি মেয়র রঞ্জন সরকার। এদিন অরূপ বিশ্বাস জানান আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে, কারন এই বিপর্যয় এত সহজ নয়, যারা যারা আক্রান্ত হয়েছেন তারাই একমাত্র বুঝতে পারবেন তাদের সাথে কি কি ঘটেছে। আমি সব দিক থেকে তাদের পাশে আছি, এবং আমার অনুরোধ সবাই যেন এগিয়ে আসেন উত্তরবঙ্গের এই বিপর্যয় এর সাথে লড়াই করতে।
