জলপাইগুড়ির গ্রামীণ এলাকায় অব্যাহত বন্য হাতির তাণ্ডব, ভেঙে দিয়ে গেলো দোকানপাট এবং বিভিন্ন জিনিসপত্রও
জলপাইগুড়ি : জলপাইগুড়ির গ্রামীণ এলাকায় অব্যাহত বন্য হাতির ভয়াবহ তাণ্ডব । জানা গেছে মূলত কয়েকদিন ধরে জলপাইগুড়ি এবং তার আশেপাশের বিশেষ করে ভিতরের এলাকাগুলিতে রাত হলেই ঢুকে পড়ছিল বন্যহাতির দল। খুব সম্ভবত খিদে পেয়ে যাওয়ার কারণে তারা ঢুকে পড়ছিল বাড়ির মধ্যে। এদিকে হাতিগুলি দলবেঁধে আসায় মানুষের পক্ষে তাদের প্রতিরোধ করাও সম্ভব হচ্ছিল না। খাবারের লোভে তারা বাড়িগুলির ভিতরে ঢুকে গিয়ে কলা রুটি সহ অন্যান্য জিনিস নিয়ে চলে যাচ্ছিল। অবশেষে বনদপ্তর এর কাছ থেকে খবরে পাওয়া গেছে বন্য হাতির তাণ্ডব একদিনেই শুরু হয়নি, দিনের পর দিন খাবার না পেয়ে মাথা গরম হয়ে যাওয়ার কারণে তাদের এই তাণ্ডব শুরু হয়েছে। ভেঙে দিয়ে যাচ্ছে দোকানপাট এবং বিভিন্ন জিনিসপত্র। এদিকে বন্য হাতির দল রাতের অন্ধকারে আসায় ক্ষতি হচ্ছে আরো বেশি, এমনটাই জানিয়েছে বনদপ্তর।
