দিনহাটায় অনুষ্ঠিত হলো পশ্চিমবঙ্গ নশ্য সেখ উন্নয়ন পরিষদের জেলা সম্মেলন এবং কমিটি পুনর্গঠন ও বৃহৎ সমাবেশের প্রস্তুতি
কোচবিহার : দিনহাটা মিনি বাস স্ট্যান্ড সংলগ্ন এক হোটেলে অনুষ্ঠিত হলো পশ্চিমবঙ্গ নশ্য সেখ উন্নয়ন পরিষদের জেলা সম্মেলন। এই সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে কমিটি পুনর্গঠনসহ একাধিক সাংগঠনিক বিষয় নিয়ে বিশদ আলোচনা হয়। এদিনের সভায় জানানো হয়, আগামী নভেম্বর মাসে কোচবিহারে ‘নিজেদের ভূমি পুত্রের দাবি’ নিয়ে একটি বৃহৎ সমাবেশের আয়োজন করা হবে। পাশাপাশি আগামী দিনে সংগঠনের বিভিন্ন দাবি-দাওয়া এবং কর্মসূচি নিয়েও আলোচনা হয় এই সভায়।সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, আগামী ১৯ অক্টোবর সংগঠনের সেন্ট্রাল কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। তার প্রাথমিক রূপরেখা নির্ধারণ করা হয়েছে এই জেলা সম্মেলন থেকেই।
