এন জেপী তে যাত্রীদের অসন্তোষ ক্রমশ বাড়ছে ঠিকমত পরিষেবা না পাওয়ার জন্য

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : এনজেপীতে চলছে সংষ্কার। মডেল ষ্টেশন হিসাবে পরিচিতি চলছে এনজেপীতে। একেবারেই ওলট পালট অবস্থা। রেল দপ্তরের কাছ থেকে পাওয়া খবরে জানতে পারা গেছে যে আরো এক বছর লেগে যাবে এনজেপী ষ্টেশনকে তৈরী করে রাখতে। যাত্রীদের যাতে কোনভাবেই সমস্যার মধ্যে পড়তে না হয় সেই কারনেই তারা তড়িঘড়ি করে এনজেপী ষ্টেশনকে সাজিয়ে তুলতে উদ্যোগ নিয়েছেন। তবে এত সবকিছুর মধ্যে যাত্রীদের সমস্যা আরো বেড়েছে বলে দাবী যাত্রীদের। যারা ঘনঘন যাতায়াত করেন এবং যারা স্থানীয় বাসিন্দা তাদের অসুবিধা না হলেও যারা বছরে এক দুবার এনজেপী আসেন তাদের সমস্যা তৈরী হচ্ছে। কোথায় থাকবেন কিভাবে টিকিট কাটবেন এবং কোথা দিয়ে যাবেন কোন খবরই নেই কিংবা দিতে পারছে না রেল দপ্তর। কিভাবে আসবে এনজেপীতে সেটাও জানতে সমস্যা তৈরী হচ্ছে যাত্রীদের অথবা পর্যটক দের। এমনকি ষ্টেশনে এসে টিকিট কাটতে কাউন্টার খুজছেন যাত্রীরা। তারা জানিয়েছেন সব কিছু ঠিক আছে আধুনিক হচ্ছে সবটাই তবে এত অসুবিধা থাকলে কতদিন সহ্য করবেন যাত্রীরা। তবে জানা গেছে এই লোকসভা নির্বাচনের পরে জোর দিতে চায় রেল। যাত্রীদের অসন্তোষের কথা কানে এসেছে রেল দপ্তরের আধিকারিক দের। তাই তারাও এখন উঠেপড়ে লেগেছেন অসমাপ্ত কাজ যত তাড়াতাড়ি শেষ করা যায়। তবে সেটা কতদিন সেটা আপাতত সময় ই বলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *