শিলিগুড়িতে মনীষা নন্দী ক্যান্সার ফাউন্ডেশন এর বর্ষপূর্তি অনুষ্ঠান পালন করলেন মেয়র গৌতম দেব
শিলিগুড়ি : শিলিগুড়ির মনীষা নন্দী ক্যান্সার ফাউন্ডেশন এক বিখ্যাত ফাউন্ডেশন, এদিন ছিল তার বর্ষপূর্তি অনুষ্ঠান। সেই উপলক্ষ্যেএদিন দুঃস্থদের মধ্যে ফল বিতরণ করল মনীষা নন্দী ফাউন্ডেশন। মেয়র গৌতম দেব এদিন জানান আমাদের এই ফাউন্ডেশন বেশ ভালো কাজ করে চলেছে। আমাদের উচিত এই ফাউন্ডেশনের জন্য যারা যারা কাজ করে চলেছে তাদের আরো বেশি করে উৎসাহিত করা। বহুদিন ধরে চলছে এই ফাউন্ডেশন, শিলিগুড়ি শুধু নয় এই ফাউন্ডেশন শিলিগুড়ির বাইরে ও বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কাজ করছে। মেয়রের কথায়, সারা বাংলার মধ্যে মনীষা নন্দী ক্যান্সার ফাউন্ডেশন এক উজ্জ্বল ভূমিকা পালন করে থাকে। আর এবারও তার ব্যতিক্রম হলো না , আমি ব্যক্তিগতভাবে আমি যা যা দায়িত্ব নিয়েছিলাম সেই দায়িত্বগুলিকে অক্ষরে অক্ষরে পালন করতে চেষ্টা করেছি। আমি জানিয়ে দিয়েছি ভবিষ্যতে যে কোন প্রয়োজনে এই ফাউন্ডেশন এর পাশে আমি দাঁড়াবো। যদি কারো উপকার হয়, তবে আমার চাইতে ভালো আর কারো লাগবে না, এদিন এমনটাই জানালেন মেয়র গৌতম দেব।
