সাউথ এশিয়ান গেমসে খেলার যোগ্যতা অর্জন করলেন ধুপগুড়ির সোনার মেয়ে ভৈরবী রায়
ধুপগুড়ি : অবশেষে সাউথ এশিয়ান গেমসে খেলার যোগ্যতা অর্জন করলেন ধুপগুড়ির পশ্চিম মল্লিক পাড়ার প্রত্যন্ত গ্রামের সোনার মেয়ে ভৈরবী রায়। ভৈরবী ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি চরম ভাবে অনুরক্ত। এদিকে তার বাবা মার অবস্থা ভালো না হলেও তারা তার মেয়ের জন্য টাকা খরচ করতে বিন্দুমাত্র দ্বিধা বোধ করেন নি। ভৈরবী জানায় তার জন্য তার পাশে অনেকেই দাঁড়িয়েছেন। তারা আজকে তার পাশে না দাঁড়ালে আজকে সে এই জায়গায় আসতে পারতো না। সে আরো জানায় সে নিজের পায়ে দাঁড়িয়ে বাবা মা কে দেখতে চায়। তারা তার জন্য যেভাবে নিজেদের উৎস্বর্গ করেছেন সে তাদের জীবনকে আনন্দে ভরিয়ে দিতে চায়।


