ফের পাহাড়ে খাদে পড়লো গাড়ি , মিরিক যাওয়ার পথে এক ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল ৩ জনের, আহত আরোও ১৬ জন
নিজস্ব সংবাদদাতা : ফের পাহাড়ের খাদে পড়লো গাড়ি । মিরিক যাওয়ার পথে এক ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল ৩ জনের, আহত হল আরোও ১৬ জন। চরম মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মিরিকের নলদাড়ায় । কিভাবে এদিন এই দুর্ঘটনা ঘটলো জানা না গেলেও, অনুমান নিয়ন্ত্রণ হারিয়েই এদিন এই দুর্ঘটনা ঘটেছে। ওই গাড়িতে যাত্রীদের বেশিরভাগই ছিলেন পর্যটক, এবং অনুমান তারা প্রত্যেকেই কলকাতা এবং তার আশেপাশের বাসিন্দা। ছুটিতে তারা এসেছিলেন দার্জিলিঙে এবং সেখান থেকেই খুব সম্ভবত মিরিক ভ্রমণ তাদের। এদিন আহতদের উদ্ধার করে মিরিকের কাছে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় , এবং সেখানেই তাদের চিকিৎসা চলে। স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে এদিন প্রথমে উদ্ধারকার্যে ঝাঁপিয়ে পড়েন। আহতদের মধ্য পুরুষ এবং মহিলা উভয় ছিলেন। গাড়িটি খুব সম্ভবত ঘুরে যেতে গিয়ে পড়ে যায় খাদের মধ্যে।


