দূষণের শীর্ষে রয়েছে দেশের রাজধানী দিল্লি, কোন স্থানে আছে শিলিগুড়ি? আশংকার মেঘ ছড়ালো শহরবাসীর মনে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা: সমীক্ষা করে ইতিমধ্যেই দেখা গেছে সারা বিশ্বের শহর গুলির মধ্যে দূষণের শীর্ষে আছে দিল্লি। গতবারও ঠিক একই অবস্থা হয়েছিল, দিল্লি কেন এইরকম অবস্থা? এত দূষণ কিভাবে ? উত্তর নেই কারোর কাছে, সমীক্ষা করে দেখা গেছে দূষণের মূল কারণ হল যানবাহন। ঠিকভাবে যানবাহন পরীক্ষা না করার জন্য এবং দ্বিতীয় কারণ বাজি , ভারতের সব শহরগুলির মধ্যে বাজির থেকে দূষণ দিল্লিতে সব থেকে বেশি। সব থেকে মজার কথা এইসব দিক থেকে সব থেকে সচেতন ইউরোপের দেশ গুলি। সেখানে অনেকটাই পিছিয়ে এশিয়া, আফ্রিকা এবং আমেরিকা। গত বছরও ঠিক এই অবস্থা হয়েছিল দিল্লিতে, এমনকি কৃত্রিমভাবে বৃষ্টিপাত করানো হয়েছিল দিল্লিতে। এত গেল দিল্লির কথা এবার অন্যান্য শহর বাংলায় যদি আসি তবে কলকাতার অবস্থা এতটা খারাপ নয়, এবং দ্বিতীয় জায়গা হল শিলিগুড়ি শিলিগুড়ি কিন্তু চিন্তার ব্যাপার, কারণ শিলিগুড়ি এমন একটা শহর যেখানে আসানসোলের দিনে যত সাইকেল বিক্রি হয় তার থেকে বেশি বাইক বিক্রি হয় শিলিগুড়িতে।

এ আজকের থেকে নয় পাঁচ বছরের সমীক্ষা, তবুও শিলিগুড়িতে সেভাবে এখনো উল্লেখযোগ্য দূষণ দেখা যাচ্ছে না, কারণ নাকি উত্তরবঙ্গের আবহাওয়া, উত্তরবঙ্গের রাজধানী বলে পরিচিত শিলিগুড়ি এখন অন্যতম জনবহুল জায়গা বলে পরিচিত। দূষণ হলে অবাক হওয়ার কিছু নয়, আবার চুপ করে বসে থেকেও ও লাভ নেই যেভাবে জনসংখ্যা বাড়ছে শিলিগুড়িতে এবং যেভাবে দুই চাকা এবং চার চাকার দাপট শিলিগুড়িতে বাড়ছে, তাতে ভবিষ্যতে শিলিগুড়ি দূষণে পৃথিবীর মধ্যে একটা জায়গা করে নিলে অবাক হওয়ার কিছুই থাকবে না। কাজে সচেতন হওয়া উচিত, গত দুই তিন বছরে যেভাবে গাছ কাটা হয়েছে শিলিগুড়িতে তা নিঃসন্দেহ লজ্জাজনক। এইভাবে চলতে থাকলে কিন্তু শিলিগুড়িও দূষণের মধ্য অন্যতম সেরা বলে বিবেচিত হবে। তবে এখনো পর্যন্ত উল্লেখযোগ্য কোন তথ্য না আসায় আপাতত নিশ্চিন্ত শিলিগুড়ি এবং শিলিগুড়ি শহরের মানুষ। তবে কতটা নিশ্চিন্ত ? সেটা একমাত্র ভবিষ্যৎই বলে দেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *