আকাশে হঠাৎ বিদ্যুতের ঝলকানি জমিতে কাজের সময় , কৃষকের মৃত্যু হল রাস্তায় পড়েই

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : অক্ষরে-অক্ষরে সত্যি হল আগাম পূর্বাভাস। রবিবারের সকাল থেকেই প্রবল ঝড়-বৃষ্টি শুরু হয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আর এর মধ্যেই হুগলি থেকে এল এক মর্মান্তিক খবর। এবার বজ্রপাতের জেরে বলি হল এক যুবক। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে তারকেশ্বরের পিয়াসাড়া এলাকায়।

জানা গেছে মৃতের নাম লক্ষ্মণ মালিক (২৬)। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, রবিবার সকালবেলা কৃষি জমিতে কাজ করছিলেন লক্ষ্মণ। আবহাওয়ার পরিবর্তন হতে দেখেই বাড়ি ফেরার চেষ্টা করেন তিনি। সেই সময় হঠাৎই বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড়-বৃষ্টি শুরু হয়। বজ্রপাতে গুরতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ওই যুবক। এরপর পথ চলতি যে সকল লোকজন ফিরছিলেন তাঁরাই ওই যুবককে তড়িঘড়ি তারকেশ্বর গ্রামীণ হাসপাতাল ভর্তি করেন। সেখানেই যুবককে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পরে পুলিশ এসে দেহ পাঠায় ময়নাতদন্তের জন্য।

এদিকে মৃতের পরিবারের এক সদস্য বলেন, “ও তো কাজে গিয়েছিল। সকাল থেকেই আকাশ কালো করেছিল। এবার যখন দেখছে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে সেই সময় ও মাঠ থেকে বেরিয়ে যেতে চায়। কিন্তু হঠাৎ করে বাজ পড়ে। আর বজ্রাঘাতেই ওর মৃত্যু হয়।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *