নিউটাউনের বিশ্ববাংলা সরণিতে কাদা-মাটির প্রলেপ , পরপর পড়ল বাইক, জল দিয়ে রাস্তা সাফ করল হিডকো

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : নিউটাউনের বিশ্ববাংলা সরণি। বৃষ্টিভেজা রাস্তা। সেখানে খেলনা গাড়ির মতো পরপর আছড়ে পড়ছেন বাইক চালকরা। আর রাস্তায় পড়ে চরকির মতো ঘুরপাকও খাচ্ছেন! দূর থেকে অনেকে সেই ছবি ক্যামেরাবন্দি করেছেন। ইতিমধ্যেই ভাইরালও হয়েছে স্মার্টসিটির ‘মেঠোপথ’! জানা গিয়েছে, সরকারি প্রকল্পের মাটি ঝরে পড়েছে ডাম্পার থেকে। বৃষ্টিতে মসৃণ রাস্তায় সেই কাদামাটি হয়ে গিয়েছে তেলের মতো পিচ্ছিল। তার উপর দু’চাকা পড়তেই ভারসাম্য হারিয়েছেন চালকরা। যার জেরে গতকাল বুধবার সকালে একাধিক দুর্ঘটনা ঘটে যায় । দু’জন চালক দুর্ঘটনার ফলে জখম হন। ঘটনাটি সামনে আসার পর হিডকো কর্তৃপক্ষ জল দিয়ে ধুয়ে রাস্তা পরিষ্কার করেছে। ফলে মেঠোপথের যন্ত্রণা দূর হয়ে স্মার্টসিটিতে উঁকি দিয়েছে পরিচিত আধুনিক রাস্তা।

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিউটাউনে বিশ্ববাংলা গেট ছাড়িয়ে যাত্রগাছি এলাকা থেকে ইকোপার্কের আগে বন্দের মোড় পর্যন্ত উভয় লেনে এই অবস্থা হয়ে উঠেছিল। একটি অভিজাত হোটেলের সামনে সরকারি প্রকল্পের কাজ চলছে। সেখানে দিনভর মাটি ফেলছে একাধিক ডাম্পার। বিশ্ববাংলা সরণি দিয়েই সেই ডাম্পার চলছে। স্থানীয়দের কথায়, ডাম্পার থেকে মাটি ঝরে পড়েছে। রোদ থাকায় এতদিন অসুবিধা হয়নি। কিন্তু বুধবার সকালে বৃষ্টি হতেই মাটি পরিণত হয় কাদায়। তার ফলেই এদিন সকালের পর থেকে একটি হোটেলের সামনের অংশে পরপর একাধিক বাইকচালক আছাড় খেয়ে পড়েন। এই রাস্তাটি নিউটাউনের ব্যস্ততম রাস্তা। বাইকের পিছনে বাস ও অন্যান্য গাড়ি থাকে। ফলে যে কোনও মুহূর্তে বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারত।

যে দু’জন বাইক চালকের দুর্ঘটনার ছবি ভাইরাল হয়েছে তাঁদের পিছনেও ছিল চলন্ত গাড়ি। সে গাড়ির চালক ব্রেক কষে নিয়ন্ত্রণ রেখেছিলেন গাড়ি। তা না হলে বড় ধরণের বিপদ নেমে আসতে পারত বলে অভিযোগ। ঘটনার পর হিডকো কর্তৃপক্ষ ঘটনাস্থলে যায়। দুর্ঘটনা অংশ সহ উভয় দিকের লেনে যেখানে কাদামাটি ছিল সেইসব রাস্তা ধুয়ে দেয়। তারপর আর কোনও দুর্ঘটনা ঘটেনি বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *