ডেঙ্গুর উপসর্গ নিয়ে শহর শিলিগুড়িতে মৃত্যু এক শিশুর, দেখতে গেলেন বিধায়ক শংকর ঘোষ
শিলিগুড়ি : শিলিগুড়িতে ডেঙ্গুর উপসর্গ নিয়ে মৃত্যু এক শিশুর। দেখতে গেলেন বিধায়ক শংকর ঘোষ। ডেঙ্গুর উপসর্গ নিয়ে শিলিগুড়িতে মৃত্যু এক শিশুর , দেখতে গেলেন বিধায়ক শংকর ঘোষ। কিভাবে এই ঘটনা ঘটে গেল তা দেখতে এদিন বিধায়কই শিশুটির বাড়ি পৌঁছান। বিধায়ক জানান কিভাবে এই ঘটনা ঘটলো আমাকে তা পরীক্ষা করে দেখতে হবে। শংকর ঘোষ এদিন আরও জানান শিলিগুড়িতে যে পরিস্থিতি, যে অবস্থা চলছে তাতে সম্ভব নয়, আমি চেষ্টা করব শহর শিলিগুড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। না হলে বিপদজনক হয়ে যাবে সবকিছু, ঠিক কতটা অপদার্থ এই পুরসভা সেটা দেখব, বলা যায় আমি চেষ্টা করব সব কিছু গুছিয়ে নিয়ে চলার । ওই শিশুটির বাবা-মা এদিন বিধায়ককে দেখে কান্নায় ভেঙে পড়েন এমনকি ন্যায় বিচারেরও দাবি জানান।



 
							 
							