এখনই কোনো প্যারাটিচার নিয়োগ করা যাবে না প্রাইমারি স্কুলে , এমনি নির্দেশ কলকাতা হাইকোর্টের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : পার্শ্ব শিক্ষকদের এখন শিক্ষক হিসেবে নিয়োগ করা যাবে না প্রাথমিকে । এমনটাই নির্দেশ দিলো কলকাতা হাইকোর্ট । পর্ষদ কাজ করবে আদালতের নির্দেশ অনুযায়ী জানানো হয়েছে এমনটাই। তবে এক্ষেত্রে কোনরকম বাধা সৃষ্টি হবে না শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় । শিক্ষক নিয়োগের প্রক্রিয়া সাধারণভাবেই চলবে। বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে মঙ্গলবার এমনই নির্দেশ দেওয়া হয় বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে । ৩০ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হতে চলেছে।

প্রাথমিকের শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিতে পর্ষদের তরফ থেকে জানানো হয়েছিল যে, বর্তমানে যে সকল প্যারা টিচাররা প্রাথমিকে কর্মরত শিক্ষক হিসেবে নিযুক্ত করা হবে তাদের ১০ শতাংশকে। তবে তাদের যোগ্যতার বিচারে এই নিয়োগ পক্রিয়া চলবে। পর্ষদের এহেন বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের করেন আপার প্রাথমিকের বেশ কয়েকজন পার্শ্ব শিক্ষক।তাদের দাবি ছিল একই রকম ভাবে প্রাথমিকের পার্শ্ব শিক্ষকদের মতো সুযোগ-সুবিধা দিতে হবে তাদেরকেও । এই মামলায় ২০২২ সালের ২১ নভেম্বর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও সুযোগ দিতে হবে উচ্চ প্রাথমিকের দশ শতাংশ পার্শ্ব শিক্ষকদের নিয়োগেরও ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *