হরিদেবপুর শুটআউটের কিনারা ২৪ ঘণ্টার মধ্যেই , গ্রেফতার হল মূল অভিযুক্ত-সহ শুটার

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ২৪ ঘণ্টার মধ্যেই হরিদেবপুর শুটআউট-কাণ্ডের কিনারাকরলো কলকাতা পুলিশ ৷ এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের মধ্যে রয়েছেন শ্যুটার বাপ্পা দাস ও মূল অভিযুক্ত বাবলু ঘোষ । পুলিশি তদন্তে জানা গিয়েছে, টাকার বিনিময়ে বাবলুই বাপ্পাকে দিয়ে গুলি চালানোর পরিকল্পনা করেছিলেন । কবরডাঙার খালপাড় থেকে উদ্ধার হয়েছে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটিও । নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের এক আধিকারিক বলেন, “গোটা বিষয়টি ভালোভাবে আমরা খতিয়ে দেখছি ৷”

এদিকে পুলিশের প্রাথমিক অনুমান, বিবাহ বহির্ভূত সম্পর্কের টানাপোড়নের থেকে এই ঘটনা ঘটে থাকতে পারে ৷ ধৃত বাবলু ঘোষকে জেরা করে সেই বিষয়টি স্পষ্ট হতে চাইছে পুলিশ ৷ তাই ধৃত দু’জনকেই আজ মঙ্গলবার আলিপুর পুলিশ আদালতে তুলে নিজেদের হেফজতে নেওয়ার দাবি জানাবেন তদন্তকারীরা ৷ লালবাজার সূত্রে খবর, ধৃতদের প্রাথমিকভাবে জেরা করে আরও কিছু তথ্য মিলেছে, যা থেকে অনুমান করা হচ্ছে, এই হামলার নেপথ্যে বড় কোনও চক্র সক্রিয় থাকতে পারে। কিন্তু ধৃত কোথা থেকে আগ্নেয়াস্ত্র পেল ? কে তাঁকে আগ্নেয়াস্ত্র দিল? কীভাবে শুটার ভাড়া করা হল ? কত টাকায় রফা হল ? এই সব তথ্য জানার জন্য তদন্তে নেমেছে লালাবাজার ।

জানা গেছে গতকাল সোমবার সাতসকালে দক্ষিণ কলকাতার হরিদেবপুরে কালিপদ মুখার্জী রোডে এই শুটআউটের ঘটনা ঘটে ৷ পঞ্চাশোর্ধ্ব মৌসুমী হালদারকে লক্ষ্য করে গুলি চালানো হয় । গুলিটি ঠিক তাঁর পিঠে গিয়ে লাগে ৷ আশঙ্কাজনক অবস্থায় মৌসুমীকে উদ্ধার করে দ্রুত এমআর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয় । তাঁর অবস্থার অবনতি হওয়ায় পরে সেখান থেকে তাঁকে স্থানান্তরিত করা হয় কলকাতার এসএসকেএম হাসপাতালে । সেখানেই আপাতত চিকিৎসা চলছে তাঁর ৷

পুলিশ জানিয়েছে, ঘটনার সময় দুই যুবক বাইকে চেপে আসেন ৷ মৌসুমীর সঙ্গে তাঁদের বচসা হয় ৷ এরপরই একজন বন্দুক বের করে গুলি চালান । সেই গুলিই মৌসুমীর পিঠে লাগে । ঘটনার পরপরই দুষ্কৃতীরা বাইকে চেপে পালিয়ে যায় । শুটআউটের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায় । পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ৷ এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এবং স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে । এরপরেই সোমবার রাতে বাবলু ঘোষকে আটক করে পুলিশ ৷ তাঁকে জিজ্ঞাসাবাদ করে শুটার বাপ্পা দাসের হদিশ পায় ৷ পরে দু’জনকেই গ্রেফতার করা হয় ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *