শিলিগুড়িতে এস আই আর হেল্প ডেস্ক খুললেন বিধায়ক শংকর ঘোষ

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : SIR কে কেন্দ্র করে বারংবার মিথ্যা প্রচার করে চলেছে শাসকদল। SIR কোনও ভয়ের বিষয় নয় অতীতেও বহুবার SIR হয়েছে আর পরবর্তীতেও হবে। মানুষের মনে একটা ভয়ের পরিবেশ তৈরি করার উদ্দেশ্য নিয়ে সম্পূর্ণ মিথ্যার রাজনীতি শুরু করেছে শাসকদল তৃণমূল। তাই মানুষের মন থেকে এই ভয়ের পরিবেশ দুর করার জন্য, এবং SIR সংক্রান্ত যেকোনও বিষয়ে সাধারণ মানুষকে সহায়তা প্রদান করার জন্য বিধায়ক শংকর ঘোষ “SIR HELP DESK” শুরু করলেন শিলিগুড়ি বিধানসভার ৫ নম্বর মন্ডলের NTS মোড়ে।

এদিন তিনি জানান, মানুষকে ভয় পাইয়ে বিভ্রান্ত করে দিচ্ছে তৃণমূল কংগ্রেস। এইভাবে কোন সুস্থ কাজ হতে পারে না। আজকে আমি দায়িত্ব নিয়ে এখানে বসে আছি, এই কারণে যে মানুষকে পরিষেবা প্রদান করতে পারব। মানুষকে বোঝাতে পারবো কে ভয় পেয়ে চলে গেছে না দেখে আপনারা নিজে আসুন , আমাদের পাশে দাঁড়ান। আমাদেরকে দেখুন তবেই বুঝতে পারবেন আসলে আমরা কি করতে চাইছি। আমরা মানুষের ভালো চাই , সঠিকভাবে পরিচালিত করতে এই এসআইআর একান্তই প্রয়োজন। তারই প্রস্তুতি এটা , কেউ ভয় পাবেন না বা দেশ থেকে বিতাড়িত হবেন না। বিজেপি আপনাদের সাথে আছে নিশ্চিন্ত থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *