পুরুলিয়ার প্রত্যন্ত গ্রামীণ এলাকায় এবার থেকে ঘুরবে ভ্রাম্যমাণ হাসপাতাল
বেস্ট কলকাতা নিউজ : পুরুলিয়া জেলা শীঘ্রই একাধিক ভ্রাম্যমাণ হাসপাতাল বা মোবাইল মেডিকেল ইউনিট পেতে চলেছে। জেলা স্বাস্থ্যদপ্তর সূত্রে খবর, সম্প্রতি একাধিক ভ্রাম্যমাণ হাসপাতাল চেয়ে স্বাস্থ্যদপ্তরে আবেদন জানানো হয়েছিল। সেই মোতাবেক জেলায় ভ্রাম্যমাণ হাসপাতাল এসে পৌঁছনোর কথাও ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে। ওই ভ্রাম্যমাণ হাসপাতালগুলি একেবারে প্রত্যন্ত গ্রামীণ এলাকায় পাঠানো হবে। চিকিৎসা পরিষেবা দিতে প্রতিটি ভ্রাম্যমাণ হাসপাতালে চিকিৎসক ও নার্স থাকবেন। ভ্রাম্যমাণ হাসপাতালগুলি থেকে আউটডোরের বিভিন্ন পরিষেবার পাশাপাশি চিকিৎসা সংক্রান্ত জরুরি পরিষেবাও পাওয়া যাবে।
এদিকে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অশোক বিশ্বাস বলেন, ভ্রাম্যমাণ হাসপাতাল পাওয়ার ক্ষেত্রে পুরুলিয়ার নাম তালিকায় তিন নম্বরে রয়েছে। অতিদ্রুত জেলায় ভ্রাম্যমাণ হাসপাতাল এসে পৌঁছাবে। এরপর সেগুলি প্রয়োজন অনুসারে প্রত্যন্ত গ্রামীণ এলাকায় পৌঁছে দেওয়া হবে। মূলত হাসপাতাল কিংবা স্বাস্থ্যকেন্দ্র থেকে দূরবর্তী এলাকাগুলিকেই গুরুত্ব দেওয়া হবে। সেইসঙ্গে আদিবাসী অধ্যুষিত এলাকাগুলিও আমাদের বিশেষ নজরে রয়েছে।

উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যভবন থেকে ১১০টি ভ্রাম্যমাণ হাসপাতালের উদ্বোধন করেন। প্রতিটি ভ্রাম্যমাণ হাসপাতালেই ২৫ ধরনের অত্যাধুনিক যন্ত্রপাতি থাকছে। রাজ্য স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, ভ্রাম্যমাণ ওই হাসপাতালগুলিতে প্রসূতিদের জন্য ইউএসজির বন্দোবস্তও রয়েছে। সেইসঙ্গে একাধিক রোগ নির্নয়ের ক্ষেত্রেও ওই ভ্রাম্যমাণ হাসপাতালগুলি জরুরি ভূমিকা থাকবে। জেলা স্বাস্থ্যদপ্তর সূত্রে খবর, জ্বর, সর্দি ও কাশি, ডায়রিয়া সহ একাধিক রোগের চিকিৎসা ভ্রাম্যমাণ হাসপাতালেই হবে। সেইসঙ্গে চোখের চিকিৎসাও করা হবে। এছাড়াও ভ্রাম্যমাণ হাসপাতালগুলি থেকে এক্স রে পরিষেবাও পাওয়া যাবে। পাশাপাশি ম্যালেরিয়া, থ্যালাসেমিয়া সহ একাধিক রোগ নির্ণয়ের ক্ষেত্রে ওই হাসপাতালগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
অঅত্যাধুনিক প্রযুক্তিতে গড়ে তোলা ভ্রাম্যমাণ হাসপাতালগুলির সৌজন্যে এবার প্রত্যন্ত গ্রামীণ এলাকার স্বাস্থ্য পরিকাঠামোয় আমূল পরিবর্তন ঘটতে চলেছে। এদিকে জেলা স্বাস্থ্যদপ্তর সূত্রে জানা গিয়েছে, ভ্রাম্যমাণ হাসপাতালগুলির মাধ্যমে চিকিৎসা পরিষেবা প্রদানের ক্ষেত্রে ইতিমধ্যে বেশকিছু এলাকা চিহ্নিত করা হয়েছে। সেক্ষেত্রে অবশ্য আদিবাসী অধ্যুষিত বেশকিছু এলাকা স্বাস্থ্যকর্তাদের নজরে রয়েছে। সেইসঙ্গে যেসব প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিকাঠামো খুব একটা উন্নত নয়, মূলত সেই সব জায়গাতেই ভ্রাম্যমাণ হাসপাতালগুলি নিয়ম করে পাঠানো হবে।

