নকল সরষের তেল বিক্রি হচ্ছিল নামী কোম্পানির টিনের মধ্যে, জড়িতদের আটক করে তেলের টিন বাজেয়াপ্ত করল পুলিশ
নিজস্ব সংবাদদাতা : নকল সরষের তেল বিক্রি হচ্ছিল নামী কোম্পানির টিনের মধ্যে । খবর পেয়ে পুলিশ কাজের সাথে জড়িতদের আটক করে বাজেয়াপ্ত করল ওই টিন গুলিকে। দিনের পর দিন ওই ভাবেই ওই নামী কোম্পানির টিনের মধ্য করে বিক্রি হচ্ছিল ওই তেল। ওই তেল কিনতে আসা কিছু মানুষের সন্দেহ হয়। তারাই খবর দেন আসল কোম্পানির লোকেদের, কোম্পানির লোকেরা এসে বুঝতে পারে তাদের নাম করে ঠকিয়ে বিক্রি করা হচ্ছে ওই তেল। তারপরে তারা খবর দেয় পুলিশকে, পুলিশ এসে গোটা কারখানাটি বাজেয়াপ্ত করে বন্ধ করে ।

আগে খবর পেয়ে দু তিনজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা ধরে ফেলে। স্থানীয়রা অভিযোগ করেন দিনের পর দিন এই কাজ হয়ে যাচ্ছে অথচ প্রশাসন নিশ্চুপ। এইভাবে তেল বিক্রি করলে এবং এই তেল খেলে বহু মানুষের অসুস্থ হয়ে যাওয়া সম্ভাবনা থেকে যায়। কেন এতদিন প্রশাসন নিশ্চুপ ছিল এটাও ব্যাপার। তবে পুলিশ তেলের টিনগুলি বাজেয়াপ্ত করে এই কাজের সাথে জড়িত যারা ছিল তাদের প্রত্যেককে আটক করে। খবরটি চারিদিকে ছড়িয়ে পড়ায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

