ঐতিহাসিক এক বিষ্ণুমূর্তি উদ্ধার বাঁকুড়ায় , পাথরের মূর্তির স্থান হল জাদুঘরে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : একটি প্রাচীন বিষ্ণুমূর্তি উদ্ধার হল দারকেশ্বর নদ লাগোয়া বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের প্রাচীন জনপদ ডিহর থেকে । স্থানীয় সূত্রে খবর পেয়ে বিষ্ণুপুর মহকুমা প্রশাসন অবশেষে মূর্তিটি উদ্ধার করে। মূর্তিটি মূলত উদ্ধার করা হয় পুলিশ ও বিষ্ণুপুর মিউজিয়াম কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে। বিশেষজ্ঞরা এও জানিয়েছেন, এই মূর্তির মূল্য অপরিসীম ইতিহাসের নিরিখে। ভৌগোলিকগত দিক থেকে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর ব্লকের ডিহর গ্রামের অবস্থান দারকেশ্বর নদের পাড়েই। এর আগেও একাধিকবার সরকারের তরফ থেকে খননকার্য চালানো হয়েছে এই গ্রামের ঢিপিতে । এবার প্রায় হাজার বছরের প্রাচীন বিষ্ণুমূর্তি উদ্ধার হল সেই ডিহর গ্রামেই । বিশেষজ্ঞরা আরও জানিয়েছেন কালো ক্লোরাইট পাথর খোদাই করে এই মূর্তিটি তৈরি করা হয় খুব সম্ভব একাদশ অথবা দ্বাদশ শতকে।

সম্প্রতি খননকার্য চালানো হয় ডিহরের পাশে দ্বারকেশ্বরের নদী গর্ভে । সেখান থেকেই উদ্ধার হয় বহু প্রাচীন এই বিষ্ণু মূর্তি। যা সাক্ষ্যবহন করছে এক ঐতিহাসিক অধ্যায়ের, এমনটা বলছেন বিশেষজ্ঞরাই। স্থানীয় এক যুবকই প্রথম মূর্তিটি দেখতে পান। খবর পৌঁছয় প্রশাসনের কাছে। খবর পেতেই প্রশাসনিক আধিকারিক ও মিউজিয়াম কর্তৃপক্ষ ডিহর গ্রামে যায় বিষ্ণুপুর থানার পুলিশকে সঙ্গে নিয়ে। সেখানে একটি বাড়ি থেকে মূর্তিটি উদ্ধার করে আনা হয় বিষ্ণুপুর মিউজিয়ামে। আপাতত মূর্তিটি বিষ্ণুপুর মিউজিয়ামেই রাখা হবে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *