রিচাকে জড়িয়ে ধরলেন মুখ্যমন্ত্রী, সংবর্ধনা দিয়ে জানালেন তুমি বাংলার গর্ব দেশের গর্ব
নিজস্ব সংবাদদাতা : রিচা ঘোষকে সংবর্ধনা দিতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জড়িয়ে ধরলেন রিচা ঘোষকে। তুমি ভারতের গর্ব বাংলার গর্ব। বিশ্বকাপ ফাইনালে ৩৪রান করার জন্য রীচা ঘোষকে ৩৪ লক্ষ টাকা দিলো সি এ বি। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিচা ঘোষকে সংবর্ধনা দিয়ে জানালেন ভবিষ্যতে সরকার তার পাশে আছে। যেকোনো সময় দরকার হলে পাশে থাকবে রাজ্য সরকার। এদিন মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, ঝুলন গোস্বামী এবং অরূপ বিশ্বাস ছাড়াও বহু জনপ্রিয় ব্যক্তিত্ব।এদিন মুখ্যমন্ত্রী আরও জানান গোটা দেশের মুখ উজ্জ্বল করেছে রিচা তাই ওকে আলাদাভাবে অভিনন্দন জানালাম। আমাদের রাজ্য আমাদের কাছে রিচা এখন একটা আলাদা অনুভূতি। পরবর্তী জীবনে ওর আরো উন্নতি কামনা করি। ও আরো নাম করুক এই আশা রাখি, জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত এদিন সকালেই রিচা শিলিগুড়ি থেকে তার বাবা মাকে সঙ্গে নিয়ে কলকাতায় আসেন।


