শিলিগুড়ির অন্যতম বিশেষ এলাকা হরিজন বস্তিতে আয়োজিত হল এস আই আর ক্যাম্প

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : হরিজন বস্তি, শিলিগুড়িতে হরিজন ভাইদের জন্য একটি বিশেষ এলাকা। বর্তমানে চলছে এসআইআর। যেটা সারা বাংলা জুড়ে আপাতত চলছে। আর শিলিগুড়ির ১৪ নম্বর ওয়ার্ডের মধ্যই পরে এই হরিজন বস্তি। যেখানে বসবাস করেন ছাড়া শিলিগুড়ি পরিচ্ছন্ন রাখার দায়িত্বে থাকা হরিজন ভাইয়েরা। এদিন সেখানে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বসানো হয় এস আই আর এর ক্যাম্প। ১৪ নম্বর ওয়ার্ড সভাপতি কমল কুমার কর্মকারের নেতৃত্বে এই এস আই আর এর ক্যাম্প অনুষ্ঠিত হয় । কমল কুমার কর্মকার এদিন জানান ওদের ভালোভাবে বুঝিয়ে না দিলে ওদের আবেদন পত্র কিভাবে পূরণ হবে ? কারণ এই আবেদন পত্র পুরান হাওয়া শুধু জরুরী নয় একান্তই জরুরী। এর উপর ভবিষ্যৎ নির্ভর করছে, তাই সবার আগে ওদের এখানে ক্যাম্প করা একান্তই জরুরী। আজকে অনেকে আসলেন এবং বুঝতে পারলেন। এস আই আর এর মাহাত্ম্য কি। এদিন হরিজন বস্তিতে প্রচুর মানুষ এসে আবেদনপত্র নিতে এসেছিলেন। এদিন ১৪ নম্বর ওয়ার্ড সভাপতীর সাথে উপস্থিত ছিলেন শিলিগুড়ি ১৪ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সকল সদস্য এবং সমর্থকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *