ফি সমস্যা মেটানোই প্রথম কাজ, কাজে যোগ দিয়ে জানালেন গৌড়বঙ্গের নতুন স্থায়ী উপাচার্য
বেস্ট কলকাতা নিউজ : নিয়োগের তিন সপ্তাহ পর কাজে যোগ দিলেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের নয়া উপাচার্য আশিস ভট্টাচার্য ৷ উল্লেখ্য গত ২৯ অক্টোবর রাজ্যপাল সিভি আনন্দ বোস এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যার অধ্যাপক আশিস ভট্টাচার্যের নাম অনুমোদন করেন ৷ এই তিন সপ্তাহ উপাচার্যহীন বিশ্ববিদ্যালয় এক ভয়ংকর পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছে ৷ অনেক জরুরি কাজও আটকে গিয়েছে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে খবর ৷ শেষ পর্যন্ত তিনি এদিন তাঁর দায়িত্ব গ্রহণ করায় স্বস্তির নিঃশ্বাস বিশ্ববিদ্যালয়ের অন্দরে ৷ইতিমধ্যেই মালদা পৌঁছন নয়া স্থায়ী উপাচার্য ৷ তাঁকে স্বাগত জানাতে মালদা স্টেশনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আধিকারিকরা ৷ বিশ্ববিদ্যালয়ে পৌঁছে তিনি প্রথমে সেখানকার কর্মী, আধিকারিক ও শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে মিলিত হন ৷ বিশ্ববিদ্যালয়ের বেশকিছু তথ্য জেনে নেন ৷ এর পর তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হন ৷

উপাচার্য জানান, “এই বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু সমস্যার কথা এখানে আসার আগেই জানতে পেরেছি ৷ তার মধ্যে মূল সমস্যা সেমেস্টার ফি নিয়ে সিদ্ধান্ত নেওয়া ৷ এখানে সেমেস্টার ফি বাড়িয়ে দেওয়া হয়েছে ৷ এতে ছাত্রছাত্রীরা একটি সেমেস্টার দেওয়ার পর পরের সেমেস্টার দিতে রাজি হয়নি ৷ বিষয়টি আমার কানে এসেছে ৷ সেই সমস্যার কীভাবে সমাধান করা যায়, সেটাই আমার প্রথম কাজ ৷ এর জন্য আগামিকালই সবাইকে নিয়ে আলোচনায় বসার কথা ভেবেছি ৷ ইতিমধ্যেই ছেলেমেয়েদের জীবন থেকে কয়েক মাস সময় নষ্ট হয়েছে ৷ এই সমস্যা যাতে দীর্ঘায়িত না-হয়, সেই চেষ্টা আমার থাকবে ৷”

