কোরোনার আবহে এ বছর প্রবেশ নিষেধ পুজো মণ্ডপে! জেনে নিন হাইকোর্ট ঠিক কী কী বলল তাদের নির্দেশিকায়

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : এ বছর পুজোর সমস্ত আয়োজনই সম্পন্নও হতে চলেছে এক রকম অতিমারী পরিস্থিতির মধ্যেই । তা সত্বেও চোখে পড়ছে পড়ছে দর্শনার্থীদের ব্যাপক ভিড়।এমনকি একাধিক পুজোও উদ্বোধন হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এদিকে হাইকোর্ট থেকেও একগুচ্ছ নির্দেশিকা জারি করা হয়েছ করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ করার জন্যও। নির্দেশিকা গুলি হলো মোটামুটি নিম্নরূপ।

১, ‘নো এন্ট্রি’ লিখে দিতে হবে প্রত্যেক মণ্ডপে ব্যারিকেড করে। ২.ছোট প্যান্ডেলে ৫ মিটার দূরত্ব, বড় ক্ষেত্রে ১০ মিটার দূরত্ব রাখতে হবে।৩. প্রতিটি পুজো মণ্ডপই গণ্য হবে কনটেনমেন্ট জোন হিসেবেই ৩. পুজো কমিটিগুলোকে তাদের মেম্বারদের নামেরও একটি তালিকা তৈরি প্রকাশ হবে। ৪.কমিটির যাঁদের নাম থাকবে, বাইরের কেউ আসবেন না তাঁরা ছাড়া। আগে থেকেই দিতে হবে তাঁদের নামের তালিকাও।

রাজ্যের যে ৩৪ হাজার পুজো কমিটি অনুদান নিয়েছে হাইকোর্ট নির্দেশ দিয়েছে এই নিয়ম তাদের সকলের জন্য প্রযোজ্য বলেই । শুনানিতেও এমনকি জানতে চাওয়া হয়েছে ভিড় নিয়ন্ত্রণের রূপরেখাও। হাইকোর্ট পুজোয় দর্শনার্থীদের ভিড় নিয়ন্ত্রণ করার জন্যও মুখ্য এবং স্বরাষ্ট্রসচিবকে নির্দেশ দেয় গাইডলাইন তৈরির ক্ষেত্রেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *