প্রাতরাশ করতে নেতাজি কেবিনে আসতে পছন্দ করেন শিলিগুড়ির প্রায় সকলেই, সে মানুষ হোক বা চার পায়ে পশু
শিলিগুড়ি : প্রাতরাশ করতে নেতাজি কেবিনে আসতে পছন্দ করেন শিলিগুড়ির প্রায় সকলেই। মূলত সবারই একটা ইচ্ছে থাকে সকালবেলার খাবারটা নেতাজি কেবিনে এসে খেয়ে যাওয়ার। সে মানুষ হোক আর চার পায়ে পশু। সকাল হলেই তার আসা চাই বিধান মার্কেটের নেতাজি কেবিনে। নেতাজি কেবিনের টোস্ট না খেলে চলে? সকালবেলায় নেতাজি কেবিনের কর্ণধার প্রণব বাবুর একটাই দায়িত্ব থাকে ওদের মুখে সকালের খাবারটা তুলে দেওয়ার । তিনি নিজেই হাসিমুখে জানান ভালো লাগে সকাল বেলা ওদেরও খিদে পায় এবং ওদেরও ইচ্ছে করে, আর আমারও ভালো লাগে, আশীর্বাদ ও পাই । সারাদিন ধরে তো কত ধরনের মানুষ আছেন যারা আমার দোকানে আসেন, ওরা তো আর ব্যাতিক্রম না ওদেরও প্রাণ আছে, ইচ্ছে আছে এবং খিদেও পায়। তাই সকালবেলা হলেই তৈরি থাকি ওরা কখন আসবে জানালেন প্রণব বাবু।


