পুরস্কার পাওয়াটাই আমার একমাত্র লক্ষ্য নয়, লক্ষ্য হল মানুষকে ভালো পরিষেবা দেওয়াই, জানালেন নেতাজি কেবিনের কর্ণধার প্রণবেন্দু বাগচী
শিলিগুড়ি : আমি কোন পুরস্কারের জন্য চিন্তা করিনা। আমার একটাই চিন্তা আমার দোকানের এই যে সুনাম এটা কিভাবে ঠিক রাখা যায়। আমার দোকানে চা খেতে আসেন সারা বাংলার মানুষ। একবার না বারবার তারা আসেন, এর থেকে বড় পুরস্কার আমার কাছে আর কিছুই নেই। আমার কোন ইচ্ছে নেই পুরস্কারের জন্য দৌড়ানো, মানুষ আছেন আমার দোকানে আমার দোকানে চা খেতে পছন্দ করেন, টোস্ট এবং অমলেট খেতে পছন্দ করেন অন্যান্য দোকানে না গিয়ে আমার দোকানে আসছেন মানুষ, এর থেকে আনন্দের এবং কৃতিত্বের আর কিছু আছে কি? কোন কিছুর জন্য আমি ভাবি না, জানালেন নেতাজি কেবিনের কর্ণধার প্রণব বাবু। তিনি আরো বলেন মানুষ যাতে এসে আমার দোকানে চা খেয়ে শান্তি পান সেটাই আমি দেখতে চেষ্টা করি, আমি আমার পরিবারের লোকেদের এবং আমার দোকানের কর্মচারীদের একটা কথাই বলেছি আমাদের দোকানে যারা চা খেতে আসেন এবং চা খেতে পছন্দ করেন তারা আমাদের কাছে ভগবানের মতন। তাই তাদের যেন কোন দিকে , কোনভাবেই অসম্মান না হয়। আর বাকিটা থাকলো খাবারের গুণমান নিয়ে এটাতো যারা আসেন তারাই বলতে পারবেন।


