উত্তরবঙ্গের দুই ফুটবলার কলকাতা ফুটবল লিগে খেলতে চলেছে সাউদান সমিতির হয়ে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা: উত্তরবঙ্গের দুই ফুটবলার জলপাইগুড়ির বিশাল রায় ও শিলিগুড়ির ইন্দ্রজিৎ ছেত্রী খেলতে চলেছে কলকাতা ফুটবল লিগে সাউদান সমিতির হয়ে । ছোটবেলা থেকেই দুজনে ফুটবল অন্ত প্রাণ। এতদিন শিলিগুড়িতেই প্র্যাকটিস করতেন তারা। চোখে লেগে যান কলকাতা সাউদান সমিতি ক্লাবের এক অফিসিয়াল দের মধ্য। তারাই ওদের দুজনকে অফার দেন কলকাতার হয়ে খেলার। তারা দুজন জানান এই মুহূর্তে তারা খেলা ছাড়া অন্য কিছু ভাবছেন না। যারা ডাক দিয়েছেন তাদের হয়ে খেলতে চান তারা। আরো বড় খেলোয়াড় হয়ে ওঠাই তাদের একমাত্র লক্ষ্য বলে জানিয়েছেন তারা। তারা ধন্যবাদ জানিয়েছেন শিলিগুড়ি ফুটবলপ্রেমী মানুষদের। তারা এও জানান যাদের উৎসাহ না থাকলে আমরা এই জায়গায় যেতে পারতাম না ধন্যবাদ জানাই তাদের। আপাতত শুধু ফুটবল খেলে যেতে চাই। সেটাই আমাদের লক্ষ্য। খেলা ছাড়া অন্য কিছু আমাদের মধ্যে নেই, খেলেই পরিবারকে নিয়ে চলবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *