দিনহাটা মহকুমা হাসপাতালে সিজার হয় না বিকেলের পর, চরম সমস্যায় পড়লেন রোগীরা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : দিনহাটা মহকুমা হাসপাতালে সিজারি করা হয় না বিকেলের পর । আর এর ফলে, সমগ্র মহকুমাবাসী পড়েছেন চরম বিপাকের মধ্যে৷ তাঁদের আরও বক্তব্য, বিকেলের পর সিজার না হওয়ায় একরকম বাধ্য হয়ে যেতে হয় বেসরকারি হাসপাতালে । এতে খরচ হয় প্রচুর টাকাও । তাই তাঁরা দিনহাটা মহকুমা হাসপাতালেও সিজার চালুর দাবি জানিয়েছেন বিকেলের পরেও। যদিও দিনহাটা মহকুমা হাসপাতালের সুপার ডাঃ রণজিৎ মণ্ডল বলেন, ” পরিষেবা দেওয়ার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি। ১৬৯টি সিজার হয়েছে গতমাসেও। তবে বিকেলের পর সিজার চালু করা যায়নি চিকিৎসকের সংখ্যা কম থাকার কারণে, চেষ্টা চলছে এই পরিস্থিতি সামাল দেওয়ারও ।”২৫০ বেডের দিনহাটা মহকুমা হাসপাতালের উপর নির্ভরশীল দিনহাটা মহকুমার তিনটি ব্লকের পাশাপাশি কোচবিহার -১ ও তুফানগঞ্জ -১ ব্লকের একাংশের বাসিন্দাও। সময়ের সাথে সাথে ওই হাসপাতালে ক্রমাগত বাড়ছে বাড়তি রোগীর চাপ। কিন্তু, হাসপাতালে সিজার করা হয় না বিকেলের পর। ফলে, অন্তঃসত্ত্বাদের হয় পরের দিনের জন্য অপেক্ষা করতে হয়, নতুবা দালালের খপ্পরে পরে যেতে হয় বেসরকারি কোনো হাসপাতালে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *