আইআইটি খড়গপুরের শাখা চালু হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে, অধিকর্তা এমনটাই জানালেন সাংবাদিক বৈঠকে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : দেশের গণ্ডি ছাড়িয়ে এবার বিদেশেও ছড়িয়ে পড়তে চলেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুর (আইআইটি খড়গপুর)৷ এবার আমেরিকায় আইআইটি খড়গপুরের দ্বিতীয় শাখা চালু হতে চলেছে৷ এই শিক্ষা প্রতিষ্ঠানের একজন প্রাক্তনী ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রে একটি বাড়ি দান করেছেন৷ সেখানেই গড়ে উঠবে খড়গপুর আইআইটি-র একটি আউট রিচ সেন্টার। দেশের প্রথম আইআইটি খড়গপুরের ৭৫ বছর পূর্তি উপলক্ষে ভারতীয় ডাক বিভাগের তরফে প্রকাশিত হল ডাক টিকিট৷ তারপরেই সাংবাদিক বৈঠক করেন খড়গপুর আইআইটি-র অধিকর্তা সুমন চক্রবর্তী৷ সেখানেই তিনি এই বিষয়টি জানান৷

এই মুহূর্তে সারা দেশে আইআইটির সংখ্যা ২৩ টি৷ তবে ভারত স্বাধীন হওয়ার পর ১৯৫১ সালে প্রথম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি তৈরি হয়েছিল৷ দেশের আইআইটি তৈরি হয় খড়গপুরে৷ এবার এই প্রতিষ্ঠানের ৭৫ বছর পূর্তি হতে চলেছে৷ সেই উপলক্ষ্যে সোমবার ভারতীয় ডাক বিভাগের তরফে প্রকাশিত হল একটি ডাক টিকিট। শান্তিনিকেতনের রাঙাবিতানে আনুষ্ঠানিক ভাবে ডাক টিকিট প্রকাশ পেল৷ আইআইটি খড়গপুরের ক্যাম্পাসের ছবি দেওয়া প্রায় ১ লক্ষ ৬৪ হাজার ডাক টিকিট এদিন থেকে দেশের ১ লক্ষ ডাকঘরে মিলবে৷ ডাক টিকি প্রকাশের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতাস্থিত আমেরিকার কনসাল জেনারেল ক্যাথি গাইল্‌স-ডিয়াজ, রাজ্যের মুখ্য পোস্ট মাস্টার জেনারেল অশোক কুমার, আমেরিকার আইআইটি খড়গপুরের ফাউন্ডেশন প্রেসিডেন্ট অশোক দে সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *