ফোনে মেসেজ টিকা নেওয়ার আগেই, ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্প চলছে হাবড়াতেও

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : কলকাতার পর এবার ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্প চলছে হাবড়াতেও। আর হাবড়ার বাণীপুরের একটি বেসরকারি কলেজে তীব্র উত্তেজনা তৈরি হয় এই টিকাকরণ কর্মসূচিকে কেন্দ্র করে। একটি সংস্থা ভ্যাকসিন দেওয়া কাজ করছিল বাণীপুরের ওই বেসরকারি কলেজে। ভ্যাকসিন দেওয়া হচ্ছিল এমনকি টাকার বিনিময়ে। জন প্রতি নেওয়া হচ্ছিল এমনকি ৭৫০ টাকা করেও। কিন্তু গোলযোগ দেখা দেয় তখনই যখন অনেকের ফোনেই মেসেজ আসতে শুরু করে ভ্যাকসিন নেওয়ার আগেই। আর সেই মেসেজে দেখা যায় যে ভ্যাকসিন নেওয়া হয়ে গিয়েছে তাঁদের। আর এতেই সন্দেহ তৈরি হয় নাগরিকদের মনে। তাঁরা হইচই শুরু করে দেন তত্‍ক্ষণাত্‍। হাবড়া পুরসভায় এমনকি খবরও দেওয়া হয়।

এরপর ঘটনাস্থলে আসেন হাবড়া পুরসভার স্বাস্থ্য আধিকারিকরাও। দেখতে চাওয়া হয় ওই ভ্যাকসিনেশন ক্যাম্পের অনুমতিপত্রও। কিন্তু কোনো অনুমতি পত্র দেখাতে পারেননি যে সংস্থা ভ্যাকসিনেশন ক্যাম্পটি চালাচ্ছিল তারা। ওই ভ্যাকসিনেশন ক্যাম্পের দায়িত্বে থাকা মেডিক্যাল অফিসার স্বীকার করে নেন তারা ক্যাম্পটি করছেন অনুমতি ছাড়াই। এই ঘটনায় মেডিক্যাল অফিসার আরও জানান করোনা ভ্যাকসিন যে তাপমাত্রায় রাখা উচিত সেই নিয়মও তারা মানেননি বলেও। ৩৫০ জন ইতিমধ্যেই ভ্যাকসিন নিয়ে নেন। রীতিমতো বিক্ষোভ শুরু করে দেন তাঁরা। ভয়ে ভ্যাকসিনেশনের দায়িত্বে থাকা মেডিক্যাল অফিসার এবং অন্যান্য আধিকারিকরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। অবশেষে হাবড়া থানার আইসি গৌতম মিত্র মাঠে নামেন পরিস্থিতি সামাল দিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *