ছুটির দিনে হারহিম করা দৃশ্য সাহু নদীর কাছে, উদ্ধার হল দম্পতির জোড়া মৃতদেহ
নিজস্ব সংবাদদাতা : শিলিগুড়ির আসি ঘরের কাছে দম্পতির জোড়া মৃতদেহ উদ্ধার করাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায় । এদিন শিলিগুড়ির আশি ঘরের কাছে সাহু নদীতে স্ত্রীর মৃতদেহ এবং জঙ্গলের মধ্যে স্বামীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃতের দাদার দাবি এটা কোন আত্মহত্যার ঘটনা না, এটা খুন। তিনি এও দাবি করেন তার বোন এবং তার বোন জামাইয়ের মধ্যে কোনভাবে কোন ঝামেলা ছিলনা। বরঞ্চ দুজনে বেশ শান্তিতেই সংসার করছিলেন। এটা কোন বহিরাগত দের কাজ।

এদিকে এদিন সকালে জল আনতে গিয়ে স্থানীয় বেশকিছু মানুষ প্রথমে স্ত্রীর মৃতদেহ এবং পরে স্বামীর মৃতদেহ দেখতে পান। তাদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে, খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ খবর দেন তাদের আত্মীয়দের। আসেন ওই মৃত মহিলার দাদা, তিনি দাবি করেন এটা কোন আত্মহত্যার ঘটনা না। কোন হিংসার কারণেই এই ঘটনা ঘটেছে। পুলিশ যদি ঠিকভাবে তদন্ত করে সবকিছু বুঝতে পারবে। তিনি আরো দাবি করেন তারা ভালই সংসার চালাচ্ছিলেন, আর্থিক অবস্থা ভালই ছিল, কোন অশান্তি ছিল না। তাই তাদের আত্মহত্যা খবর সম্পূর্ণভাবে মিথ্যা।

