অনলাইনে এস আই আরের আবেদন পত্র জমা করতে সকাল থেকেই শিলিগুড়িতে সাধারণ মানুষের ভিড় পড়ছে সাইবার ক্যাফেতে
শিলিগুড়ি: অনলাইনে এস আই আর এর আবেদন পত্র জমা করতে সকাল থেকেই ভিড় সাধারণ মানুষের। যেদিন থেকে অনলাইনে আবেদন পত্র জমা নেওয়া হচ্ছে সেদিন থেকেই অনলাইনে আবেদনপত্র জমা দিতে মানুষ হন্য হয়ে ঘুরছে একের পর এক সাইবার ক্যাফেতে। কোন কোন জায়গায় সাইবারের বিভ্রান্তি আবার কোন কোন জায়গায় লিংক না থাকা সবমিলিয়ে প্রচন্ড সমস্যায় সাধারণ মানুষ। এদিকে যারা ক্যাফে থেকে এই কাজ করছেন তারাও পড়ে যাচ্ছেন চরম সমস্যায়। তারা জানান এত চাপ আসছে আমরা ঠিক মত কাজ করতে পারছি না। সবাইকে বলেছি সময় তো আছে, কিন্তু কারো মন মানে না। প্রতিটি ক্যাফেতেই এই এক অবস্থা। লাইন লাগাচ্ছেন সাধারণ মানুষ। একটাই প্রশ্ন আমারটা জমা হবে তো? এর উত্তর কে দেবে?


