ফাঁসিদেওয়া বিধান সভার সহকর্মীদের সাথে পাপিয়া ঘোষ, একজনও বাদ যাবেন না এমনটাই জানালেন তিনি

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : একজনও বাদ যাবেন না, ফাঁসিদেওয়া বিধান সভার সহ কর্মীদের সাথে পাপিয়া ঘোষ জানালেন এই কথা, তিনি জানালেন যারা একেবারেই ন্যায্য তারা কোথায় যাবেন? বিজেপির উদ্দেশ্য কি মানুষ বুঝতে পেরে গেছেন, সামনেই বিধানসভা নির্বাচন, বিজেপির আসল উদ্দেশ্য মানুষকে বিব্রত করা মানুষকে, আর ভাবছে এইভাবে ওরা ২৬ এর বিধানসভা তে জয় আনবে। মানুষকে ওরা মানুষ ভাবে না, এই যে এতজন চলে গেল তার দায় কে নেবে? বিজেপির আসল উদ্দেশ্য মানুষকে হয়রানি করা, আর এই উদ্দেশ্য ওদের আরো অন্ধকারে নিয়ে যাবে।

পাপিয়া ঘোষ এদিন আরো জানান SIR কে নিয়ে অহেতুক ভাববেন না আপনারা, আমরা আছি, সামনে বিধানসভা নির্বাচন , ওই সময় বিজেপির কার্যকলাপ কি হতে পারে বা কি হতে চলেছে এটা আমাদের অনুমান করে নিতে হবে। পশ্চিমবঙ্গ বিজেপির এমনকি কোনোদিন হয় নি আর কোনোদিন হবেও না। গোটা দেশে মমতা বন্দোপাধ্যায় এর মতন কেউ চিন্তা করে কি? তাকে হারানো ওতো সহজ? আমাদের দলের কর্মীদের একটাই কাজ ঐকবদ্ধ হয়ে মানুষের জন্য কাজ করে যেতে হবে। আর তাহলে আমাদের জয় কেউ আটকাতে পারবে না বলেও তিনি এদিন জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *