১০ পড়ুয়ার এক বিরাট অসাধ্য সাধন ! আসানসোল থেকে সাইকেলে লাদাখ জয় ১০ টি রাজ্য অতিক্রম করে
বেস্ট কলকাতা নিউজ : যারা কোনওদিন সাইকেল নিয়ে আসানসোল শহরের বাইরে বেরোয়নি, সেই রকম একদল কিশোর-কিশোরীকে নিয়ে আসানসোল থেকে সাইকেলে প্রায় ৩৫০০ কিলোমিটার পথ পাড়ি । যেটা শুধু অবিশ্বাস্যই ছিল না, ছিল অসম্ভবও । কিন্তু সেই অসম্ভবকেই সম্ভব করল স্কুল পড়ুয়ারা । যাদের বয়স ১৬ থেকে সাড়ে ১৭ বছরের মধ্যে । আসানসোল থেকে ১০ রাজ্য ঘুরে গালওয়ান উপত্যকা কিংবা লাদাখের প্যাংগং লেকের মতো দুর্গম জায়গায় গিয়ে শেষ হল এই দুরন্ত সাইকেল অভিযান । প্রাক্তন সেনাকর্মী তথা ন্যাশনাল অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনের ডিরেক্টর মিহির মণ্ডলের নেতৃত্বে বিনামূল্যে প্রায় ২৫০ ছাত্রছাত্রী প্যারেড, শরীর চর্চা, সাইক্লিং-সহ নানান কিছুর প্রশিক্ষণ ও চর্চা করে । কুলটির প্রাচীন গলফ গ্রাউন্ডে এই চর্চা প্রতিদিন হয় । এই ছাত্রছাত্রীরা একেবারেই নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা ।

এদিকে প্রাক্তন সেনাকর্মী মিহিরকুমার মণ্ডল জানিয়েছেন, “এই ছাত্রছাত্রীদের মধ্যে দেশাত্মবোধ ও জাতীয়তাবাদ গড়ে তুলে তাদেরকে শারীরিকভাবে সক্ষম তৈরি করে তোলাই আমার উদ্দেশ্য । যাতে আগামী দিনে এই ছাত্রছাত্রীরা ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিতে পারে ।” আর সেই ভাবেই মিহিরকুমার মণ্ডল ১০ জন ছাত্রছাত্রীকে সেখান থেকে বেছে নিয়ে ঠিক করেন, সাইকেল চালিয়ে ভারতের ১০ রাজ্য পার করে লাদাখে গিয়ে পৌঁছবেন । জানা গেছে গত ২০ সেপ্টেম্বর আসানসোলের বার্নপুর গুরুদ্বার থেকে মিহিরকুমার মণ্ডল ও ১০ জন ছাত্রছাত্রী সাইকেল নিয়ে যাত্রা শুরু করে । এরপর ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশে প্রয়াগরাজ ছুঁয়ে আগ্রা, দিল্লি হয়ে শোনপত হয়ে জম্মু-কাশ্মীর । তারপর শেষে গালওয়ান উপত্যকা, লেহ লাদাখে গিয়ে শেষ হয় এই অভিযান ।

