এক বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন উত্তরবঙ্গের বহু চর্চিত ইউটিউবার উজ্জ্বল এবং এঞ্জেল
নিজস্ব সংবাদদাতা : উত্তরবঙ্গের বহু চর্চিত ইউটিউবার বঙ মিডিয়া উজ্জল ও এঞ্জেল প্রিয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর নিজের বিয়ের গিফট পাওয়া সামগ্রী বিলি করলেন দুঃস্থ মানুষজনের মধ্যে । দুজনেই এদিন জানান এটা আমাদের অনেক দিন থেকেই ইচ্ছে ছিল। আজকে সেটা পূরণ হলো। ওদের মুখে যে হাসি দেখলাম সেটার চাইতে আমাদের কাছে আর অন্য কিছু বড়ো হতে পারে না। যারা সারা বছর ধরে একমুঠো আনন্দ পাবার জন্য মুখিয়ে থাকে তারা আজকে আনন্দ পেল এটাই আমাদের কাছে অনেক বড় একটা প্রাপ্তি। ওদের আশীর্বাদই আমাদের পরবর্তী জীবনকে সুন্দর এবং সুখের করে তুলবে বলেও এদিন জানান তারা।


