অবশেষে স্থগিতাদেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুম্বইয়ের আদালতে হাজিরার নির্দেশে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : অবশেষে মুম্বইয়ের একটি দায়রা আদালত স্বস্তি দিল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ এই দায়রা আদালত স্থগিতাদেশ দিল মুম্বইয়ের অন্য একটি আদালতে তাঁর বিরুদ্ধে হাজির দেওয়ার যে নোটিস জারি হয়েছিল, তার উপর। মমতার বিরুদ্ধে বিজেপির এক নেতা আদালতের দ্বারস্থ হয়েছিলেন৷ তাঁর দাবি, মুম্বইয়ের এক অনুষ্ঠানে হাজির হয়ে জাতীয় সঙ্গীতের অবমাননা করেন বাংলার মুখ্যমন্ত্রী ৷ তাই তিনি দেশদ্রোহিতার মামলা শুরুর আবেদন করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে৷

ওই আদালতে আগামী ২ মার্চ মমতাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল৷ তার বিরুদ্ধেই বম্বে দায়রা আদলতে আবেদন দাখিল করা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে ৷ সেই আবেদনের প্রেক্ষিতেই গতকাল শুক্রবার হাজিরার নোটিসে স্থগিতাদেশ দেওয়া হয় ৷প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরের গোড়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুম্বই গিয়েছিলেন৷ সেখানে তিনি বলিউডের বিশিষ্টজনদের সঙ্গে বৈঠক করেন ৷ ওই বৈঠকের শেষে জাতীয় সঙ্গীত গাওয়া হয় ৷ অভিযোগ, জাতীয় সঙ্গীতের শুরুতে মমতা ও অন্যরা বসেছিলেন ৷ পরে উঠে দাঁড়ান ৷ কিন্তু জাতীয় সঙ্গীত মাঝপথেই থামিয়ে দেওয়া হয় । তার বিরুদ্ধে মামলা দায়ের হয় এই ঘটনার প্রেক্ষিতেই৷ সেই মামলায় আগেই মমতা বন্দ্যোপাধ্যায়কে হাজিরার নির্দেশ দিয়েছিল আদালত৷ শুক্রবার বম্বে দায়রা আদালত স্থগিতাদেশ দিল সেই নির্দেশের উপরই ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *