মেরুদন্ড ভেঙে গেছে তবুও অদম্য জেদে আজকে চ্যাম্পিয়ন পাহাড়ি ছেলে অঙ্কিত শেরপা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

দার্জিলিং : পাহাড়ি ছেলে আজ ন্যাশনাল বাস্কেটবল চ্যাম্পিয়ন! ১০ বছর আগে এক্সিডেন্টে মেরুদন্ড ভেঙে যাওয়ার পরেও ইচ্ছা শক্তি হারায়নি,হুইলচেয়ার দিয়েই চলাফেরা করলেও থেমে থাকেনি অঙ্কিত! শারীরিক সীমাবদ্ধতা নয়, ইচ্ছাশক্তিই প্রমাণ করে জয় সম্ভব। কয়েক বছর আগে একটি দুর্ঘটনায় মারাত্মক আহত হয় অঙ্কিত। তারপরে সে হার মানেনি । তার বাবা-মা এবং দাদা বৌদি তাকে সাহস দিয়েছে। করিয়েছে চিকিৎসা, পিছিয়ে ছিল না তার সব বন্ধুরাও। ব্যয়বহুল এই খরচ সম্ভব ছিল না চালানোর। তবুও অঙ্কিত জানিয়েছে সবার সাহায্যে আবার সে ফিরতে পেরেছে। তার ফেরাতে খুশি- প্রতিবেশী সহ তারপর আত্মীয়-স্বজন এবং বন্ধু-বান্ধবেরা। এদিকে সব থেকে খুশি তার বাবা-মা, তারা জানান আমাদের ছেলে বরাবর সাহসি। কোন কিছুকে ভয় পায় না, অঙ্কিত জানিয়েছে জীবন একটাই তাই যত বাধা বিপত্তি আসুক না কেন এগিয়ে যেতেই হবে। অঙ্কিত আরও জানায় সে আরো এগিয়ে যেতে চায়। বাধা-বিপত্তি আসলে থেমে থাকবো না আমি। জীবনের সবথেকে খারাপ সময় থেকে যখন ঘুরে দাঁড়িয়েছি আর আমার চিন্তা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *