দুই দায়িত্বে সমান দক্ষতা, পুলিশি কাজের পাশাপাশি আন্তর্জাতিক রেফারির মাঠে চাকদহ ট্রাফিক গার্ডের লেডি-কনস্টেবল কুসুম মান্ডি
নদীয়া : রানাঘাট পুলিশ জেলার চাকদহ ট্রাফিক গার্ডের লেডি-কনস্টেবল কুসুম মান্ডি আজ দুই ভিন্ন দায়িত্বে সমান দক্ষতার নজির সৃষ্টি করেছেন। একদিকে শহরের যানবাহন নিয়ন্ত্রণে সজাগ পুলিশকর্মী, অন্যদিকে আন্তর্জাতিক মানের ফুটবল রেফারি— এই দুই ভূমিকাই তিনি সফলভাবে পালন করে চলেছেন। এমনকি ছেলেবেলা থেকেই মাঠের সঙ্গে তাঁর গভীর সম্পর্ক। খেলাধুলার প্রতি উৎসাহ আর সাহস এনে দিয়েছিলেন তাঁর মা। সেই প্রেরণাই কুসুমকে নিয়ে যায় রেফারিংয়ের জগতে। পরে কলকাতা আইএফএ স্বীকৃতি লাভ করে শুরু হয় বড় মঞ্চে তাঁর পথচলা

এদিকে জাতীয় থেকে আন্তর্জাতিক স্তর সর্বত্রই কুসুমের পদচারণা। মালয়েশিয়া, ভুটান, বাংলাদেশ, জাপান ও দুবাইয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ ম্যাচে রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। মোহনবাগান ও ইস্টবেঙ্গলের মতো ঐতিহ্যবাহী দলের ম্যাচ ছাড়াও সিনিয়র ন্যাশনাল, খেলো ইন্ডিয়া, মহিলা অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপেও রয়েছে তাঁর গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা। এখন তাঁর লক্ষ্য আরও বড়— বিশ্বকাপের মঞ্চে ভারতীয় পতাকা বুকে নিয়ে রেফারির দায়িত্ব পালন করা। সেই স্বপ্ন পূরণের পথে আত্মবিশ্বাসী কুসুম এগিয়ে চলেছেন দৃঢ় মানসিকতা ও নিরলস পরিশ্রম নিয়ে।এই অনবদ্য যাত্রাপথে কুসুম মান্ডির প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা।

