আমার অনেক দিনের ইচ্ছে ছিল এই ধরনের একটা ইনস্টিটিউট করা জানালেন সৌগত বড়ুয়া
শিলিগুড়ি : শিলিগুড়িতে অনেকদিন ধরে আমি চেষ্টা করছিলাম এই ধরনের শাখা যাতে খোলা যায়। আমার চেষ্টা অবশেষে বাস্তবে রূপান্তরিত হলো এমনটাই জানালেন সৌগত বড়ুয়া। তিনি জানান শিলিগুড়ি এবং তার আশেপাশের বিভিন্ন এলাকায় বিভিন্ন কিশোর কিশোরী আছে যারা অ্যানিমেশন নিয়ে কাজ করতে ইচ্ছুক, তাদের জন্য এটা একটা দুর্দান্ত ব্যাপার। এমনকি অনেকেই বাইরে যান পড়াশোনা করতে তাদের জন্য এটা একটা দুর্দান্ত ব্যাপার। বাইরে যাবার চাইতে যদি শিলিগুড়ি থেকে অ্যানিমেশন নিয়ে পড়ে, বাইরে যেতে হলে সেখানে অনেক অনেক খরচের ব্যাপার থেকে যায়। যেটা শিলিগুড়িতে একেবারেই সম্ভব হবে না।

সৌগত বড়ুয়া আরো জানান আমাদের যাত্রা সবে শুরু হয়েছে আগামী দিনে আমাদের যাত্রা আরো সুদূরপ্রসারী হবে। এবং ভবিষ্যৎ উজ্জ্বল করবে আমাদের এই শিলিগুড়ি শাখা। উত্তর-পূর্ব ভারতের অন্যতম নামকরা শহর এই শিলিগুড়ি, এখানে বাইরে থেকে প্রচুর ছাত্র ছাত্রী আসেন, কলকাতায় পড়তে যাওয়ার জন্য। শিলিগুড়িতে থাকলে আর সেটা কলকাতায় যাওয়ার দরকার হবে না। আমাদের ইচ্ছা আছে আরো বড় ভাবে এই শাখাকে প্রসারিত করা,এমনটাই জানালেন সৌগত বড়ুয়া।

