রাজবংশী ঘরের গৃহবধূর পদক জয়ে গর্বিত হল শহর শিলিগুড়িবাসী
শিলিগুড়ি: শিলিগুড়ির চম্পাসারী বটতলায় থাকেন। নাম জ্যোৎস্না রায়। শুধু রান্না ঘরেই আবদ্ধ নয়। গত ১১ ডিসেম্বরে অংশ নেন পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপে। এমনকি প্রতিনিধিত্বও করেন দার্জিলিং জেলার হয়ে। হাওড়া আন্দুলে অনুষ্ঠিত হয় পশ্চিমবঙ্গ রাজ্য পাওয়ারলিফটিং চ্যাম্পিয়নশিপ ২০২৫, সেখানে রৌপ্য পদক জিতেছেন জ্যোৎস্না রায়। ৫৭ কেজি সিনিয়র বডি ওয়েটের অধীনে স্কোয়াট ১০৫ কেজি বেঞ্চপ্রেস ৪৫ কেজি এবং ডেডলিফ্ট ১১৭.৫ কেজি বিভাগে।

তার এমন বিজয়ে খুশি শুধু শহর শিলিগুড়ি নয়, গোটা উত্তরবঙ্গবাসী। রান্না ঘর থেকে সংসার সামলেও যে এভাবে পুরস্কার জেতা যায় তা দেখালেন শিলিগুড়ি গৃহবধূ জ্যোৎস্না। তিনি জানান আমাকে সবাই সাহায্য করেছে। যার জন্য সাফল্য আমার কাছে এসেছে। আমি খুবই গর্বিত। আমি মনে করি প্রত্যেক পরিবারের পক্ষ থেকে যদি এইভাবে সাপোর্ট করা যায় তবে সেই পরিবারের সকলের মঙ্গল হবে । এবং যে বাইরে সুখ্যাতি অর্জন করার জন্য লড়াই করছে সেও একটা আলাদা মর্যাদা পাবে। আমি আরো বেশি করে এগিয়ে যেতে চাই সামনের দিকে । যাতে ভবিষ্যতে আমার মত আরও ঘরের মহিলারা উৎসাহিত পায়।

