মেলা ছত্রখান হল কালবৈশাখীর প্রবল তাণ্ডবে, ঘাটালে গাছ পড়ে মৃত ১

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ :দক্ষিণবঙ্গে ফের ঝড়ের তাণ্ডব । গাছ পড়ে মৃত্যু হল এক জনের । বৃহস্পতিবার এই ঘটনা ঘটে মেদিনীপুরের ঘাটাল ব্লকের দেওয়ান চকে। বৃহস্পতিবার বিকেলে কার্যত কালবৈশাখীর তাণ্ডব চলে ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকায় । আর তাতেই লন্ডভন্ড গোটা এলাকা। দেওয়ান চকে যিনি মারা গিয়েছেন তাঁর নাম পুষ্প পণ্ডিত। ৬৩ বছর বয়স। এদিন হঠাৎ করেই কালবৈশাখী শুরু হয়। ঝড়ের দাপটে ভেঙে পড়ে গাছ। সেই গাছই গিয়ে পড়ে পুষ্প পণ্ডিতের উপর। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। অন্যদিকে ঝড়ের দাপটে লন্ডভন্ড পণ্ড হয় স্থানীয় বারোয়ারি মেলাও । লক্ষাধিক টাকার ক্ষতির আশঙ্কা করছেন বারোয়ারি মেলাতে আসা দোকানিরাও।

দীর্ঘ ২৭ বছর পর বারোয়ারি মেলার আয়োজন করা হয়েছিল ঘাটালের খড়ার পুর ময়দানে। সেই মেলাকে কেন্দ্র করে প্রচুর দোকান বসে। বৃহস্পতিবার সবই ছত্রখান হয়ে গিয়েছে দুর্যোগের তাণ্ডবে। কপালে হাত মেলা উদ্যোক্তাদেরও । বিপুল অর্থের ক্ষতির মুখে পড়েছেন মেলায় পসার সাজিয়ে বসা দোকানিরাও। খাবারের দোকান দিয়েছিলেন তপন পাঁজা। ঝড়ের কারণে ক্ষতির মুখে পড়েছেন তিনি। তপনবাবু বলেন, “কিছু খাবার তৈরি করেছিলাম সব নষ্ট হয়ে গেল। মেলা কমিটি কী করবে দেখা যাক।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *