কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যালের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
নিজস্ব সংবাদদাতা : কলকাতা ক্রিসমাস ফেস্টিভাল এর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি জানান এই বড়দিনে প্রভু যীশুর আশীর্বাদ আমাদের জন্য প্রচন্ড প্রয়োজনীয়। বড়দিন মানে সবার, আনন্দের দিন। সবাই এই সময় আনন্দ উপভোগ করে, বড়দিন সবার জন্য শান্তি এবং শুভেচ্ছা নিয়ে আসুক সবাই সুস্থ থাকুক, প্রভু যীশু সবাইকে ভালোবাসেন এবং সবাইকে পছন্দ করেন। তাকে যারা হত্যা করেছিল, তাদেরকেও পর্যন্ত তিনি ক্ষমা করে দিয়েছিলেন। তাই বড়দিন আসলে, একটা আলাদা আনন্দের অনুভূতি পাওয়া যায়। আর কলকাতা এই সময় আনন্দে মেতে ওঠে। তাই এই দিনটিকে স্মরণীয় করে রাখতে এই কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল। সবাই ভালো থাকুক, এদিন মুখ্যমন্ত্রী ছোট ছোট শিশুদের সাথে ভাগ করে নেন ক্রিসমাসের আনন্দ। এদিন তিনি নিজে কেক নিয়ে আসেন, এবং সবাইকে কেক খাইয়ে দেন।


