সোনমার্গে তাজা তুষারপাত, শীতের সাদা চাদরে মোড়া স্বর্গে চরম মুগ্ধ পর্যটকরা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : শ্রীনগর থেকে প্রায় ৯০ কিলোমিটার দূরে অবস্থিত জম্মু ও কাশ্মীরের জনপ্রিয় পর্যটন কেন্দ্র সোনমার্গে তাজা তুষারপাতে বদলে গেল প্রকৃতির রূপ। শীতের শুরুতেই চারদিক ঢেকে গেল বরফের সাদা চাদরে, আর সেই মনোরম দৃশ্য উপভোগ করতে ভিড়ও জমাচ্ছেন দেশ-বিদেশের পর্যটকরা। এদিকে বরফে মোড়া পাহাড়, উপত্যকা ও রাস্তা মিলিয়ে সোনমার্গ এখন এক অপরূপ সাদা স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। পর্যটকরা বরফের সঙ্গে ছবি তুলছেন, উপভোগ করছেন ঠান্ডা হাওয়া আর প্রাকৃতিক সৌন্দর্য। তাজা তুষারপাতের এই দৃশ্য ক্যামেরাবন্দি করতে ব্যস্ত অনেকেই। শীতের মরসুমে সোনমার্গের এই রূপ পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে, যা কাশ্মীর ভ্রমণকে আরও স্মরণীয় করে তুলছে তাদের কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *